দুই মাস কারাভোগের পর জামিন পেলেন ভারতের শীর্ষ দুই আলেম

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

অক্টোবর ০২ ২০১৯, ০৬:২৬

ভারতের মাদরাসা মিফতাহুল উলুম জালালাবাদের প্রিন্সিপাল মাওলানা হাফিউল্লাহ এবং মাদরাসা দারুল উলুম জালালাবাদের প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ ওয়াসিফ আমিন দীর্ঘ দুই মাস কারাভোগের পর অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন।

গত (সোমবার, ৩০ সেপ্টেম্বর)  সকালে মুজাফফর নগর জেল থেকে মুক্তি লাভ করেন এ দুই আলেম।

নিজ নিজ মাদরাসায় ভিনদেশি নাগরিকদের অবৈধভাবে আশ্রয় দেয়ার অভিযোগে গত ২৮ জুলাই উপরোক্ত দুজন আলেম ও কারী মুহাম্মাদ আশরাফসহ মোট তিনজনের বিরুদ্ধে থানাভবন পুলিশ একটি মামলা দায়ের করে এবং ২৯ জুলাই এই তিনজন আলেমকে গ্রেফতার করে সেখানকার পুলিশ।

হাইকোর্টে এই মামলার জামিন আবেদন করলে হাফিউল্লাহ এবং ওয়াসিফ আমিনের জামিন মঞ্জুর করে হাইকোর্ট। এবং দীর্ঘ দুই মাস পরে কারাগার থেকে মুক্তি পান তারা। তবে মুহাম্মাদ আশরাফকে কেন মুক্তি দেয়া হয়নি, তা এখনো জানা যায়নি।

একুশে জার্নাল/ইএম