আল্লামা আশরাফ আলী রহ. এর জানাজায় যেভাবে অংশগ্রহণ করবেন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ডিসেম্বর ৩১ ২০১৯, ১১:১৮

কওমি মাদরাসার সর্বোচ্চ সংস্থা আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান আল্লামা আশরাফ আলী ইন্তেকাল করেছেন।

মরহুমের জানাজা নামাজ তাঁর নিজ গ্রাম কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার অলিরবাজারের মাদরাসায় আজ মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হবে। আল্লামা আশরাফ আলী রহ. এর জানাজায় অংশগ্রহণ করবেন আল্লামা শাহ আহমদ শফি।

আল্লামা আশরাফ আলী জানাজার নামাজে আগত মুসল্লিদের সুবিধার্থে বেশ কিছু নির্দেশনা দেয়া হলো।

১. জানাজা কুমিল্লার নিজ বাড়িতে দুপুর ২.৩০মিনিট।

২. হজরতকে দেখার জন্য ব্যবস্থা থাকবে৷ নির্ধারিত শৃঙ্খলা বজায় রেখে হজরতকে শেষবারের মত দেখতে পারবেন৷

৩. কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড থেকে আল্লামা আশরাফ আলী সাহেবের বাড়ি পর্যন্ত প্রতিটি পয়েন্টে আগত মুসল্লিদের জন্য রাহবার রয়েছে৷ যে যেখান থেকেই আসেন হজরতের বাড়িতে পৌঁছার ক্ষেত্রে রাহবারগণ আপনাদের সহযোগিতা করবে৷ বিশ্বরোড ওভারব্রিজের পূর্ব ও পশ্চিম পাড়, হোটেল নূরজাহানের ইউটার্ন, যাত্রাপুর রাস্তার মাথা ও বিজয়পুর বাজারে রাহবারগণ অবস্থান করবে৷ এছাড়াও পয়েন্টগুলোতে লোকেশন দেয়া থাকবে৷

৪. জানাজায় শরিক হতে চাওয়া মুসল্লিদের প্রাইভেট ও মোটর সাইকেল অলিরবাজার হাইস্কুল মাঠে পার্কিং হবে। বাস ও বড় গাড়ি বিজয়পুর বাজারের পাশের ব্রিকফিল্ডের খোলা মাঠে পার্কিং হবে৷

৫. ঢাকা থেকে আগত মুসল্লিদের সর্বপ্রকারের সহযোগিতার জন্য জামিয়া আরাবিয়া কাসেমুল উলুম, জামিয়া রশীদিয়া রানির বাজার, জামিয়াতুস সুন্নাহ বিশ্বরোড মাদরাসাসহ কুমিল্লার ছোট বড় সকল মাদরাসা প্রস্তুত রয়েছে৷

৬. দূর-দূরান্তের মুসল্লিদের জন্য পানি ও দুপুরের খাবারের ব্যবস্থা রয়েছে৷