আবরার হত্যাকাণ্ডে দারুল আজহার সিলেটের প্রতিবাদ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

অক্টোবর ১২ ২০১৯, ২১:৩৫

বুয়েটের মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদকে ছাত্রলীগ নামদারী সন্ত্রাসী কর্তৃক নির্মমভাবে পিটিয়ে হত্যার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন দারুল আজহার মডেল মাদরাসা সিলেট ক্যাম্পাসের শিক্ষক-শিক্ষার্থীরা।

গতকাল দুপুরে আয়োজিত স্টুডেন্ট এসেম্বলিতে প্রধান অতিথির বক্তব্য দানকালে মাদরাসার  প্রিন্সিপাল, জালালাবাদ লেখক ফোরামের জয়েন্ট সেক্রেটারি হাফেজ মাওলানা মনজুরে মাওলা বলেন, মানুষ আশরাফুল মাখলূকাত হিসেবে কীভাবে আরেক মানুষকে হত্যা করতে পারে?

তিনি আরও বলেন, মানুষের ঘরে জন্ম নিয়ে যারা মানুষ হত্যা করে তারা মানুষ তো নয়ই, বরং এরা পশুর চেয়েও খারাপ! সুতরাং আবরার ফাহাদকে যারা হত্যা করেছে তাদেরকে প্রকাশ্যে কঠোর শাস্তি প্রদানের মাধ্যমে সরকারকে বেনজির দৃষ্টান্ত স্থাপন করতে হবে।

শিক্ষক হাফেজ শাহিদ হাতিমীর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ ও এসেম্বলিতে সভাপতিত্ব করেন মাদরাসার শিক্ষাসচিব মাওলানা নাযীফুল হক। বক্তব্য রাখেন মাদরাসার শিক্ষক মাওলানা আসার রহমান, মাওলানা মামুনুর রশীদ, মেহেদী হাসান, হিফজ বিভাগের শিক্ষক হাফিজ জুনাইদ আহমদ প্রমুখ। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখে- দশম শ্রেণির ছাত্র মুরাদ আহমদ, নবম শ্রেণীর ছাত্র আহবাব আহমদ, সপ্তম শ্রেণির ছাত্র তানভীর আহমদ, চতুর্থ শ্রেণির ছাত্রী নুসরাত নৌরিন মীম, হিফজ বিভাগের ছাত্র ফেরদৌস আহমদ, চতুর্থ শ্রেণির ছাত্র জাকওয়ান আল জামী, প্রমুখ।

পরে দারুল আজহারের শিশুশিক্ষার্থীরা বুয়েটের মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদ হত্যাকারীদের প্রতি ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং অবিলম্বে বিচারের দাবিতে ক্যাম্পাস প্রাঙ্গণে প্লেকার্ড পদর্শনের মাধ্যমে শব্দহীন এক প্রতিবাদ র‍্যালি বের করে। পরিশেষে শহীদ আবরার ফাহাদের মাগফেরাত কামনা করা হয়।