খুলনায় ‘বন্দুকযুদ্ধে’ দস্যু বাহিনীর ৪ সদস্য নিহত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

অক্টোবর ১৫ ২০১৯, ১০:১০

খুলনার কয়রা উপজেলার সুন্দরবনে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৬) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দস্যু বাহিনীর প্রধান আমিনুরসহ চারজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে সুন্দরবনের কয়রার খাল এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। এ সময় সৌরভ ও নাহিদ নামে র‌্যাবের দু’সদস্য আহত হয়েছেন।

র‌্যাব-৬’র স্পেশাল কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মো. তোফাজ্জেল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে র‌্যাবের একটি দল নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় আমিনুর বাহিনীর সদস্যরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে আমিনুর বাহিনীর সদস্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে চারজনের গুলিবিদ্ধ মরদেহ এবং তিনটি আগ্নেয়াস্ত্র, ব্যবহৃত বন্দুকের কার্তুজ ও কিছু তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, স্থানীয় দু’জেলে গুলিবিদ্ধদের মধ্যে দুইজনকে শনাক্ত করেছে। এরা হলেন-আমিনুর বাহিনীর প্রধান আমিনুর এবং তার সেকেন্ড ইন কমান্ড রফিক। মরদেহগুলো কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হচ্ছে।

একুশে জার্নাল/ইএম/১৫-৪