চারিয়া ইজতেমার মাঠ পরিদর্শন করলেন আল্লামা আহমদ শফী

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ডিসেম্বর ০৪ ২০১৯, ২১:৩৭

হাবীব আনওয়ার: হেলিকপ্টার যোগে চট্টগ্রাম জেলার হাটহাজারীস্থ চারিয়া ইজতেমার মাঠ পরিদর্শন করলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী।

আজ (৪ ডিসেম্বর, বুধবার) সকালে আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম হাটহাজারীর মহাপরিচালক ও শায়খুল হাদীস, হেফাজতে ইসলাম বাংলাদেশ এর মুহতারাম আমীর শাইখুল ইসলাম আল্লামা শাহ্ আহমদ শফী আগামী ৬, ৭ ও ৮ ডিসেম্বর হাটহাজারী চারিয়া ইজতেমার মাঠে অনুষ্ঠিতব্য তাবলিগী জোড়ের মাঠ, পেন্ডেল ও অবকাঠামো প্রস্তুতির কাজ হেলিকাপ্টার যোগে পরিদর্শন করেন।

তিনি আজ জামিয়া হতে হেলিকাপ্টার যোগে চট্টগ্রামের বাহিরে ৩দিনের দাওয়াতি সফরে যাওয়ার পথে ইজতেমার মাঠ পরিদর্শন করেন। তাছাড়াও তিনি তাঁর দফতরে অনুষ্টিত বৈঠকে ইজতেমার মাঠের কার্যক্রম তদারকি করার জন্য জামিয়ার আসাতেজাদের নিদের্শ প্রদান করেন। তিনি ইজতেমার মাঠের অবকাঠামো তৈরীতে জামিয়ার শির্ক্ষাথীদের জামাতওয়ারী তাকসীম করে ধারাবাহিকভাবে কাজ করার আহবান জানান।
আসন্ন জোড় সফলতার জন্য সর্বস্তরের মুসলমানদের দোয়া, অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করছেন।

প্রসঙ্গত : জোড় চলাকালিন সময়ে তিনি ইজতেমা মাঠে অবস্থান করবেন।