বাবরি মসজিদ মামলা নি‌য়ে ভারতীয় সুপ্রিম কোর্টের রায় পক্ষপাতমূলক : আল্লামা আহমদ শফী

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

নভেম্বর ১০ ২০১৯, ২১:৪১

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, ভারতের বহু বিতর্কিত বাবরি মসজিদ মামলা বা অযোধ্যা মামলা নি‌য়ে ভারতীয় সুপ্রিম কোর্ট যে রায় দ‌ি‌য়ে‌ছে তা চরম পক্ষপাতমূলক। মূলত ক্ষমতাসীন হিন্দুত্ববাদী ‌মোদি সরকার‌কে খু‌শি কর‌তে এ রায়‌ প্রদান করে‌ছে ভারতীয় সুপ্রি‌ম কোর্ট। মুস‌লিম বিশ্ব এ রায় ঘৃণাভ‌রে প্রত্যাখ্যান ক‌রে‌ছে।

অ‌াজ ১০ ন‌ভেম্বর র‌বিবার রাতে গণমাধ্য‌মে পাঠা‌নো এক বিবৃ‌তি‌তে এমন মন্তব্য করেন।

‌তি‌নি ব‌লেন, ১৫২৮ সা‌লে মোঘল সম্রাট বাবরের সেনাপতি মীর বাকি কর্তৃক তৈ‌রি করা হয় বাবরি মসজিদ । উক্ত স্থা‌নে কথিত ও ক‌ল্পিত রাম মন্দ‌ির থাকার অজুহা‌তে ১৯৯২ সা‌লের ৬ ডিসেম্বর উগ্রবাদী হিন্দুরা বাবরি মসজিদ শহীদ ক‌রে সাম্প্রদা‌য়িক দাঙ্গা সৃ‌ষ্টি করে শত শত মুসলমানকে শহীদ করা হয়। মুস‌লিম বিশ্ব সে ক্ষত এখ‌নো ভু‌লে‌নি।

আমী‌রে হেফাজত আরো ব‌লেন, বাবর‌ি মস‌জিদের ব‌িতর্কিত মামলার ‌পক্ষপাতমূলক রায় এমন সময় দেয়া হ‌লো যখন ভারতের মুস‌লিম জন‌গো‌ষ্ঠি হিন্দু‌দের হা‌তে চরমভা‌বে নির্যা‌তিত হ‌চ্ছে। গো মাংস ভক্ষণ ও জয়‌শ্রীরাম না বলার কথিত অপরা‌ধে (?) পি‌ঠি‌য়ে হত্যা করা হচ্ছে। বা‌ড়িঘ‌রে অগ্ন‌িসং‌যোগ করা হ‌চ্ছে। আমি ম‌নে ক‌রি, এ রা‌য়ে হিন্দু‌দের খু‌শি করা হ‌য়ে‌ছে। এর মাধ্য‌মে কট্টর হিন্দুদের উগ্রতা অ‌া‌রো বেড়ে যা‌বে।

তিনি বলেন, প্রত্নতত্ত্ব‌বিদগ‌ণের বহুবার অনুসন্ধানের পরও সেখা‌নে কোন ম‌ন্দি‌রের অস্ত‌িত্ব খুঁজে পাওয়া যায়নি। এরপরও বাব‌রি মস‌জি‌দের স্থা‌নে রাম মন্দির স্থাপ‌নের অ‌যৌ‌ক্তিক রায় দেয়া হ‌য়ে‌ছে। আমাদের আশংকা, এত‌ে সাম্প্রদা‌য়িক সম্পর্কের চরম অবন‌তি হ‌বে। এ‌হেন মুহূ‌র্তে মুস‌লিম বি‌শ্বের বাবর‌ি মস‌জি‌দ ইস্যু‌তে শক্ত‌িশালী অবস্থান তৈ‌রি করা এবং ভারতীয় ম‌ুসলিমদের পা‌শে দাঁড়া‌নো উ‌চিৎ।