দারুল উলুম দেওবন্দের শূরার সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ পদসমূহে ব্যাপক পরিবর্তন

একুশে জার্নাল

একুশে জার্নাল

অক্টোবর ১৪ ২০২০, ১৮:৪০

বিশ্বব্যাপী কওমী মাদরাসাসমূহের মূলকেন্দ্র দারুল উলূম দেওবন্দের সদরুল মুদাররিসীন ও শায়খুল হাদীস আল্লামা মুফতী সাঈদ আহমাদ পালনপুরী রহ. ইন্তেকাল করেন রমজান মাসে। শায়খুল ইসলাম আল্লামা সাইয়্যিদ হুসাইন আহমাদ মাদানী রহ. এরপর পালনপুরী রহ. ই একমাত্র শায়খ যিনি একই সাথে সদরুল মুদাররিসীন ও শায়খুল হাদীস ছিলেন। তাঁর ওয়াফাতের পর এ পদ দু’টি শূণ্য হয়।

লকডাউনের কারণে দীর্ঘদিন একাডেমিক কার্যক্রম বন্ধ ছিলো, গত পরশুদিন মাদরাসা পরিচালনা পর্ষদের সর্বোচ্চ অথরিটি “মজলিসে শূরা” বৈঠকে বসে, টানা তিনদিনের এ বৈঠকে বিভিন্ন বিষয়ের চুলচেরা বিশ্লেষণের পর আজ ঘোষণা করা হয় তিনটি পদে তিনজন সর্বজন শ্রদ্ধেয় উস্তাযকে।

এক.
নবনিযুক্ত সদরুল মুদাররিসীন আল্লামা সাইয়্যেদ আরশাদ মাদানী (হাফি.)

দুই.
নবনিযুক্ত শায়খুল হাদীস আল্লামা আবুল কাসেম নু’মানী (হাফি.)
তিনি এতদিন মুহতামিম ছিলেন, দেওবন্দের গঠনতন্ত্রে একই ব্যাক্তি মুহতামিম ও শায়খুল হাদীস হতে পারেন না। তাই তিনি শায়খুল হাদীস মনোনীত হওয়ায় “মুহতামিম” পদটিও শূণ্য হয়।

তিন.
ভারপ্রাপ্ত মুহতামিম নিযুক্ত হন কারী উসমান মনসুরপুরী (হাফি.)

উল্লেখ্য, আল্লামা আবুল কাসেম নোমানী (হাফি.) এমন ব্যাক্তি যিনি মুহতামিম হিসাবে মাদরাসা পরিচলানায় ১০০% সফলতার পাশাপাশি একই সাথে শায়খুল হাদীস পদ অলঙ্কৃত করারও যোগ্যতা রাখেন। তথাপিও তাঁকে দুটি পদে একসাথে রাখা যায়নি।