আন্তর্জাতিক ক্রিকেট থেকে হঠাৎ অবসর নিলেন কেনো আমলা?

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

অক্টোবর ০৯ ২০১৯, ১৩:৩৯

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটকে যেন শেষ করে দিচ্ছে কলপাক চুক্তি। ইংলিশ লিগে খেলতে হলে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। তাই টাকার ঝনঝনানি শুনে একের পর এক প্রোটিয়া ক্রিকেটার অবসরে যাচ্ছেন।

এই তালিকায় সর্বশেষ সংযোজন প্রোটিয়া দলের ব্যাটিং স্তম্ভ হাশিম আমলা। গত আগস্টে হঠাৎই আমলা সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। ফর্মের তুঙ্গে থাকা একজন ব্যাটসম্যানের এমন ঘোষণায় স্তম্ভিত হয়ে গিয়েছিল পুরো ক্রিকেট বিশ্ব।

কারণটা পরিষ্কার হওয়া গেল অবশেষে। বয়স ৩৬ পেরিয়েছে। সবারই তো ভবিষ্যতের নিশ্চয়তা দরকার। কলপাক চুক্তি সেই নিশ্চয়তা দিচ্ছে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’ জানিয়েছে, আমলার সঙ্গে দুই বছরের চুক্তি করছে ইংলিশ ক্লাব সারে।

সারে আশা করছে, চলতি সপ্তাহের শেষ দিকেই এই চুক্তি সম্পন্ন হবে। যদিও আমলার এজেন্ট আরও দুই দল মিডলসেক্স আর হ্যাম্পশায়ারের সঙ্গেও আলোচনা চালিয়ে যাচ্ছে।

এর আগে দক্ষিণ আফ্রিকা দলের পেসার মরনে মরকেলকে দলে ভেড়ায় সারে। ফলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নেন এই পেসার। এবার আমলাকেও দলে টানতে যাচ্ছে ক্লাবটি।

ররি বার্নস, অলি পোপ আর স্যাম কুরান দীর্ঘসময় খেলতে পারবেন না। তাই দলটি তাড়াহুড়ো করে চুক্তি করতে চাইছে আমলার সঙ্গে।

একুশে জার্নাল/ইএম