মুজাফফরনগরে ৬০টিরও বেশি দোকানে তালা দিল যোগী প্রশাসন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ডিসেম্বর ২২ ২০১৯, ১৮:১৫

বিতর্কিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভ দেখানো হলে ‘বদলা’ নেয়ার হুমকি দিয়েছিলেন উত্তরপ্রদেশের কট্টর হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সে কথা মতে এবার মুজাফ্ফরনগরের ৬০টিরও বেশি দোকানে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে।

এনডিটিভিসহ ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ওই দোকানদারদের অপরাধ ছিল, তারা নতুন আইনের বিরোধিতা করেছিলেন।

গত শুক্রবার রাজ্যের আরও ১২টি জেলার সঙ্গে মুজাফ্ফরনগরেও সহিংসতার ঘটনা ঘটেছিল । জুমার নামাজের পরই বিক্ষোভে ফেটে পড়ে জনতা। বিক্ষোভকারীদের ওপর পুলিশ হামলা চালালে ১০টি গাড়ি ও বাইক জ্বালানোর ঘটনা ঘটে। আহত হন অন্তত ৩০ জন। তাদের মধ্যে ১২ জন পুলিশ অফিসারও ছিলেন।

ওই ঘটনার পরই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছিলেন, ‘সব ঘটনার ভিডিও ফুটেজ আমাদের কাছে রয়েছে। আমরা বদলা নেব।’

মুজাফ্ফরনগরের ৬০ দোকানে তালা ঝুলিয়ে দিয়ে যোগী সরকার কথা রাখলেন!