ভারত ভ্রমণে যুক্তরাষ্ট্র-বৃটেনের সতর্কতা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ডিসেম্বর ১৪ ২০১৯, ১৪:০৯

ভারতে নতুন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল বিভিন্ন রাজ্য। আসামে পুলিশের গুলিতে পাঁচ জন নিহতের ঘটনা ঘটেছে। এমন অবস্থায় নিজ দেশেল নাগরিকদের ভারত সফরে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। এছাড়া সবচেয়ে বেশি উত্তাল আসামে নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র।

ব্রিটেনের ভ্রমণ সতর্কতায় বলা হয়েছে, নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে দেশের (ভারতের) কিছু অংশে বিক্ষোভ চলছে। উত্তরপূর্ব ভারতে সহিংস বিক্ষোভের খবর পাওয়া যাচ্ছে, বিশেষ করে আসাম ও ত্রিপুারায়। গোহাটিতে কারফিউ জারিকরাসহ আসামের ১০ জেলায় ইন্টারনেট সেবা বন্ধ। যানবাহনেও হামলার ঘটনা ঘটছে। যদি কারও ওই অঞ্চলে যাওয়ার প্রয়োজন পড়ে তাহলে তাদের উচিত হবে সেখানকার স্থানীয় গণমাধ্যমের মাধ্যমে সর্বশেষ অবস্থা জানতে হবে। এছাড়া স্থানীয় কর্তৃপক্ষ যেসব নির্দেশনা দেয় তা মানাসহ প্রয়োজনে অন্য সময় ভ্রমণের সময় ঠিক করা। যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতাতেও ভারতে একই নির্দেশনা দেয়া হয়েছে।

সম্প্রতি ভারতের নাগরিকত্ব সংশোধনী বিল লোকসভা ও রাজ্যসভায় পাস হয়। এরপর এতে রাষ্ট্রপতি সই করার পর আইনে পরিণত হয়েছে। এ নিয়ে দেশটির বিভিন্ন রাজ্যে বিক্ষোভ করছে ভারতীয়রা।