বিয়ে করতে গেলে তিন মাসের প্রি-ওয়েডিং কোর্স করা বাধ্যতামূলক!

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

নভেম্বর ২৪ ২০১৯, ১৭:৫৮

পরিবার বা নিজেদের পরিচয়েই ঠিক করা হলো বিয়ের পাত্র-পাত্রী। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গেলেও বিয়ে করা যাবে না। বিয়ে করতে গেলে শেষ করতে হবে প্রি-ওয়েডিং কোর্স। আর সেই কোর্সের মেয়াদ তিন মাস। সেই কোর্স সফলভাবে শেষ করে সরকারের কাছ থেকে শংসাপত্র নিলেই বসা যাবে বিয়ের পিঁড়িতে!

২০২০ সাল থেকে এরকম নিয়ম চালু হতে যাচ্ছে ইন্দোনেশিয়ায়। সম্প্রতি ইন্দোনেশিয়ার যুব উন্নয়ন ও সংস্কৃতিমন্ত্রী মুহাদজির এফেন্দি ঘোষণা করেছেন এ নিয়মের কথা। ২০২০ সাল থেকে এই নিয়ম চালু হবে বলেও জানিয়েছেন তিনি।

কিন্তু যদি কেউ এই কোর্সে পাস না করতে পারেন? এ ব্যাপারে এফেন্দি জানিয়েছেন, এই কোর্স পাস না করলে করা যাবে না বিয়ে। তবে এই কোর্স করতে গাঁটের কড়ি খরচ করতে হবে না সে দেশের বাসিন্দাদের। সরকারের পক্ষ থেকে বিনামূল্যেই করানো হবে এই কোর্স।

যৌন শিক্ষা, বিভিন্ন রোগের প্রাথমিক জ্ঞান ও সন্তান বড় করে তোলার প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে এই কোর্সে।