আবারও বাড়ল পেঁয়াজের দাম

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

নভেম্বর ২৫ ২০১৯, ২১:৩৯

দুদিন কিছুটা কম থাকার পর আবারও বেড়ে গেছে পেঁয়াজের দাম। রাজধানীর বিভিন্ন বাজারে দেশি পেঁয়াজ আবারও ২৩০ থেকে ২৫০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।

দাম বাড়ার কারণ জানতে চাইলে পেঁয়াজ বিক্রেতারা বলেন, সিজন শেষ, নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে। এই সময়ে এমনিতেই দেশি পেঁয়াজ শেষ হয়ে যায়। আমদানি করা মিসর বা মিয়ানমারের পেঁয়াজে দেশি পেঁয়াজের মতো স্বাদ পাওয়া যায় না। তাই দেশি পেঁয়াজের চাহিদা বেশি, অথচ সরবরাহ কম। তাই দাম বেড়েছে।

রাজধানীর কাওরান বাজার, শান্তিনগর বাজার ও কোনাপাড়া বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, দেশি পেঁয়াজ ২৪০ থেকে ২৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মিসরের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৬০ টাকায়।