শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব ২০২০ পালিত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জানুয়ারি ০১ ২০২০, ১৫:০৯

নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের শ্রীমঙ্গলের পৌর শহরের জালালিয়া রোডে অবস্থিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে উৎসবমুখর পরিবেশে পাঠ্যপুস্তক উৎসব ২০২০ পালিত হয়েছে। নতুন বছরের প্রথম দিন পাঠ্যপুস্তক উৎসবের মাধ্যমে শতাধিক ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দিয়েছে মানসম্মত ও যুগোপযোগি শিক্ষা প্রদানের অঙ্গিকার নিয়ে প্রতিষ্ঠিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল।

১ জানুয়ারি বুধবার সকাল ১১টায় স্কুল প্রাঙ্গণে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব ২০২০ এর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাংবাদিক ইসমাইল মাহমুদ।

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহিরের সভাপতিত্বে ও ভাইস প্রিন্সিপাল মোঃ শামীম মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য আলমগীর হোসেন এবং বিশিষ্ট ব্যবসায়ী শেখ ফয়সল আহমদ।

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল স্কুলের সহকারী শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন আশিকুর রহমান চৌধুরী, হাবিবুর রহমান, মুহিবুর রহমান, শারমিন জান্নাত, রেশমী আক্তার, প্রিয়াক দেব বর্মা, তানিশা চৌধুরী নিতু ও তাহমিনা আক্তার।

অনুষ্ঠানে শিক্ষার্থী এবং অভিভাবকদের স্বত:স্ফুর্ত উপস্থিতি ছিল।

প্রসঙ্গত, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল গত ১৬ ডিসেম্বর ২০১৭ সালে প্রতিষ্ঠা লাভ করে অগ্রগতির তৃতীয় বছরে পদার্পণ করেছে।