আল্লামা আশরাফ আলীর ইন্তেকালে মাওলানা নিজামপুরী’র শোক প্রকাশ
একুশে জার্নাল ডটকম
ডিসেম্বর ৩১ ২০১৯, ১৫:৪৫

দেশের বর্ষীয়ান আলেমেদীন, বেফাকুল মাদারিসিল অারাবিয়া বাংলাদেশ (বেফাক)এর সিনিয়র সহসভাপতি ও সম্মিলিত কওমী মাদরাসা শিক্ষাবোর্ড আল হাইআতুল উলিয়ার কো-চেয়ারম্যান, ঢাকা জামিয়া শরয়্যিয়া মালিবাগ এর প্রিন্সিপাল ও শাইখুল হাদীস আল্লামা আশরাফ আলী’র ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাহিত্য বিষয়ক সম্পাদক মাওলানা আশরাফ আলী নিজামপুরী।
আজ ৩১ ডিসেম্বর দুপুরে সংবাদমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় তিনি বলেন, আল্লামা আশরাফ আলী রহ. দেশের একজন শীর্ষ অালেম ও দক্ষ শায়খুল হাদীস ছিলেন। ইলমের গভীরতা, প্রখর মেধা, তীক্ষ্ণ দৃষ্টি, সুক্ষ্ম চিন্তা এবং তাঁর যোগ্যতা ও দক্ষতা তাঁকে সম্মান ও মর্যাদার সর্বোচ্চ আসনে সমাসীন করেছিল। এ মহান আলেমের মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। মহান রব্বুল আলামীন তাঁকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন।
মাওলানা নিজামপুরী বলেন, তার মৃত্যুতে দেশের ইসলামী অঙ্গণ একজন যোগ্য ও দরদী অভিভাবক হারালো। এ শূন্যতা কখনো পূরণ হবার নয়।