ঢা বি’র ছাত্র নির্যাতন কারীদের অবিলম্বে গ্রেফতারের দাবীতে লন্ডনে প্রতিবাদ সভা

একুশে জার্নাল

একুশে জার্নাল

জানুয়ারি ২৪ ২০২০, ০৭:৪৭

একুশে জার্নাল ডেস্ক: গতকাল ২৩ শে জানুয়ারী লন্ডনে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের গেস্টরুমে ছাত্র নির্যাতনকারীদের অবিলম্বে গ্রেফতার ও দায়িত্বে অবহেলার জন্যে হল প্রভোস্টের পদত্যাগ দাবী করেছে ইন্টারন্যাশনাল ফোরাম ফর স্টুডেন্ট রাইটস মুভমেন্ট ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও স্টুডেন্ট রাইটস মুভমেন্ট এর আহবায়ক আব্দুল কাদির সালেহ এর সভাপতিত্বে
অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সাবেক ছাত্রে তাদের মধ্যে বক্তব্য রাখেন ড: এম এ আজিজ,মোহাম্মদ খান, ইমাদুর রহমান, আবদুস সালাম, বদরুজ্জামান বাবুল, জয়নাল আবেদীন, আহমদ ময়েজ ও আব্দুল কাইয়ূম ।

সভায় বক্তাগণ ঢাকা বিদ্যালয়ে গেস্টরুম প্রথা বাতিল, সরকার দলীয় ছাত্র সংগঠনের নৈরাজ্য বন্ধ করন, হল এবং বিশ্ববিদ্যালয়ে সকল ছাত্রের নিরাপত্তা বিধানে কার্যকর ব্যবস্থা গ্রহনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহবান জানান।

সভায় ঢাকসু ভিপি নূরুল হক নূরু সহ ঢাকসু নেতৃবৃন্দের উপর
আক্রমনের নিন্দা, তাঁদের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার ও তথাকথিত মুক্তিযোতদ্ধ মন্চের সন্ত্রাসীদের গ্রেফতারের আহবান জানান ।

সভায় বক্তাগণ জহুরুল হক হলে নির্যাতীত ছাত্রদের যথাযথ নিরাপত্তা বিঁধান ও সুচিকিৎসার দাবী জানান।