ভারতের নাগরিকত্ব আইন অসাংবিধানিক: অমর্ত্য সেন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জানুয়ারি ০৮ ২০২০, ২০:৪০

ভারতের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, নাগরিকত্ব আইন (সিএএ) সাংবিধানিক বিধি লঙ্ঘন করেছে। একে বাতিল করা উচিত হাইকোর্টের। মৌলিক অধিকারের সঙ্গে ধর্মীয় অনুভূতিকে এক করার যুক্তিসঙ্গত কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (৮ জানুয়ারি) ভারতের ব্যাঙ্গালোরে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি।

অমত্য সেন বলেন, একজন মানুষ কোথায় জন্মগ্রহণ করেছে সেটি মুখ্য নয়, সে কোথায় বাস করে সেটিই বিবেচ্য বিষয়। এই আইনকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অগ্রাধিকার দেওয়ায় এটি নিয়ে সমালোচনা হচ্ছে। আইনের ক্ষেত্রে এরকম বৈষম্যমূলক আচরণ কখনই গ্রহণযোগ্য নয়।

২০১৯ সালের ১১ ডিসেম্বরে ভারতের সংসদে পাস হয় নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)। এই বিল পাস হওয়ার পর ভারত জুড়ে চলছে প্রতিবাদ বিক্ষোভ মিছিল। নাগরিক আইনে আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে আগত হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি এবং খ্রিষ্টান ধর্মাবলম্বী অবৈধ অভিবাসীদের ভারতীয় নাগরকিত্ব দেবার জন্যই এই বিল বলে উল্লেখ করা হয়।

তবে মুসলমানদের বিষয়টি কৌশলে এড়িয়ে গেছে মোদি সরকার। এই আইনকে সাম্প্রদায়িক আখ্যা দিয়ে প্রতিবাদে নেমেছে দেশের বিশিষ্টজনরা। ভারত জুড়ে আন্দোলন ও বিক্ষোভে এ পর্যন্ত ২১ জন নিহত হয়েছে। সূত্র. পিডিবিনিউজ।