৬ হাজার ৯৫৯টি কওমি মাদরাসায় ৮ কোটি ৩১ লাখ ২৫ হাজর টাকা অনুদান; আলোচনা সমালোচনা

একুশে জার্নাল

একুশে জার্নাল

মে ০১ ২০২০, ০৭:৪৩

একুশে জার্নাল ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র রমজান উপলক্ষে দেশের ৬ হাজার ৯৫৯টি কওমি মাদরাসাকে ৮ কোটি ৩১ লাখ ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন।

প্রধানমন্ত্রী কার্যালয়ের একটি সূত্র আজ বৃহস্পতিবার জানায়, ‘এ অর্থ ইতোমধ্যে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেয়া হয়েছে।’
তবে এ অনুদান নিয়ে কওমি অঙ্গণে চলছে বেশ আলোচনা সমালোচনা। অনেকেই মনে করছেন কওমি মাদরাসায় সরকারী অনুদান কওমি মাদরাসার ঐতিহ্য ও আদর্শপরিপন্থি। আবার অনেকেই বলছেন ৬ হাজার ৯৫৯টি মাদরাসায় এ অনুদান একেবারেই হাস্যকর। হিসেব করলে গড়ে প্রত্যেক মাদ্রাসা ১১,৯৪৪ টাকা করে পাবে!