৫ দফা দাবিতে ক্ষোভে উত্তাল হাটহাজারী মাদরাসা: বাইরে কড়া পুলিশ পাহারা

একুশে জার্নাল

একুশে জার্নাল

সেপ্টেম্বর ১৬ ২০২০, ১৬:৫৬

আবির আবরার:

চট্টগ্রামের দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মাঠে বিক্ষোভ করছে হাটাহাজারী মাদরাসার ছাত্ররা। অপরদিকে মাদ্রাসার বাইরে বিপুল সংখ্যক পুলিশের কড়া পাহারা লক্ষ্য করা গেছে।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) বাদ জোহর দারুল উলূম হাটহাজারীর ছাত্ররা জামিয়া ময়দানে এ বিক্ষোভ শুরু করে। এ সময় তারা বিভিন্ন রকমের স্লোগানে উত্তাল করে তোলে পুরো মাঠ। বিক্ষুব্ধ ছাত্রদের পক্ষ থেকে মাদরাসার মাইকে ৫ দফা দাবি ঘোষণা করা হয়।

দাবিগুলো হলো-
এক.
মাওলানা আনাস মাদানীকে অনতিবিলম্বে মাদরাসা থেকে বহিষ্কার করতে হবে।
দুই.
ছাত্রদের প্রাতিষ্ঠানিক সুযোগ সুবিধা প্রদান ও সকল প্রকার হয়রানি বন্ধ করতে হবে।
তিন.
শায়খুল হাদিস আল্লামা আহমদ শফী অক্ষম হওয়ায় মহাপরিচালকের পদ থেকে সম্মানজনকভাবে অব্যাহতি দিয়ে উপদেষ্টা বানাতে হবে।
চার.
উস্তাদদের পূর্ণ অধিকার ও নিয়োগ-বিয়োগকে শুরার নিকট পূর্ণ ন্যস্ত করতে হবে।
পাঁচ.
বিগত শুরার হক্কানী আলেমদেরকে পুনর্বহাল ও বিতর্কিত সদস্যদের পদচ্যুত করতে হবে।

এ সময় ছাত্ররা প্রশাসনের উদ্দেশে বলেছেন, আমাদের আন্দোলন মাদরাসার অভ্যন্তরীণ বিষয়। তাই এ বিষয়ে আপনারা হস্তক্ষেপ করবেন না। মাদরাসার শুরা সদস্যগণ এসে দাবী না মানা পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে বলে তারা জোর দাবী জানান।

সূত্র মতে, বিক্ষুব্ধ ছাত্ররা মাওলানা আনাস মাদানীর কক্ষের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করেছে। “এক দফা এক দাবি, আনাস মুক্ত হাটহাজারী” এমন স্লোগানে আন্দোলিত হচ্ছে হাটহাজারী মাদরাসা।