৩৪১ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও আর্থিক অনুদান প্রদান করলো সিসিক

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ডিসেম্বর ১৬ ২০১৯, ২২:০২

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বরেছেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের আত্মত্যাগের কারণেই আজ আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক। মুক্তিযুদ্ধ নিয়ে কোন নিরপেক্ষতার সুযোগ নেই।

সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে নগর ভবনে আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিসিকের কর কর্মকর্তা চন্দন দাশের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী।

অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মহানগরীর ৩৪১ জন বীর মুক্তিযোদ্ধাকে আর্থিক অনুদান ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন সিটি কর্পোরেশন মসজিদের ইমাম। গীতাপাঠ করেন কর আদায়কারী।

অনুষ্ঠানে মেয়র আরিফুল হক চৌধুরী আরো বলেন, এই দেশের সূর্য সন্তানদের সংবর্ধনা জানাতে পেরে সিলেট সিটি কর্পোরেশন গর্বিত।

অনুষ্ঠানে সিসিকের কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী, আজম খান, ইলিয়াছুর রহমান ইলিয়াছ, এসএম শওকত আমীন তৌহিদ, তারেক উদ্দিন তাজ, মহিলা কাউন্সিলর অ্যাডভোকেট সালমা সুলতানা, মাসুদা সুলতানা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সিসিকের সচিব মোহাম্মদ বদরুল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. জসীম উদ্দিন উপস্থিত ছিলেন।

প্রতিবছর মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠান আয়োজন করায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে সাধুবাদ জানিয়ে মুক্তিযোদ্ধারা বলেন, সিটি কর্পোরেশনে মুক্তিযোদ্ধারা যেকোন কাজে গেলে ভালো সেবা ও বিনয়ী আচরণ পেয়ে থাকেন তারা।