২২ সেপ্টেম্বর থেকে বাংলাদেশসহ ৮টি দেশ যুক্তরাজ্যের রেড লিস্ট থেকে বের হবে

একুশে জার্নাল

একুশে জার্নাল

সেপ্টেম্বর ১৮ ২০২১, ০০:৫৪

একুশে জার্নাল লন্ডন প্রতিনিধি :
আগামী ২২ সেপ্টেম্বর থেকে বাংলাদেশসহ মোট ৮টি দেশ করোনা ভাইরাস এর কারনে যুক্তরাজের ‘রেড জোন লিস্ট’ থেকে বের হয়ে ‘আম্বার লিস্ট’ যাবে। এর ফলে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে আসা যাওয়ায় আর কোন হোটেল কোয়ারেন্টাইন বিধিমালা থাকছে না। তবে যারা ভাক্সিন এর জোড়া ডোজ গ্রহন করেছেন তাদের জন্য বিমানবন্দরে পিসিআর টেস্টও করাতে হবে না, তবে যারা ভাক্সিন নেননি অথবা দ্বিতীয় ডোজ গ্রহন করেননি তাদের ক্ষেত্রে বিমানবন্দরে শুধু পিসিআর টেস্ট বাধ্যতামূলক। তবে হোটেল কোয়ারেন্টাইন করতে হবে না।
এমন সংবাদ জানিয়েছে বৃটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়।
তবে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে এই নতুন বিধিমালা কার্যকর হবে ৮ অক্টোবর থেকে।

জানা গেছে করোনার ভাইরাসের কারনে যুক্তরাজ্যের রেড লিস্ট থেকে বের হবে বাংলাদেশ, পাকিস্তান, তুরষ্ক,মালদ্বীপ, শ্রীলঙ্কা, ওমানসহ মোট ৮টি দেশ।