২০ জানুয়ারি শপথ নেবেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ডিসেম্বর ১৫ ২০২০, ১৪:১৪

যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে নিশ্চিত হলেন জো বাইডেন। ইলেক্টোরাল কলেজ আনুষ্ঠানিকভাবে বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে অনুমোদন দিলো।

২০ জানুয়ারি পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন।

যুক্তরাষ্টের নির্বাচনী ব্যবস্থায় ভোটাররা প্রথমে ইলেক্টর নির্বাচন করেন। এই ইলেক্টরদের ভোটেই প্রেসিডেন্ট নির্বাচিত হন। প্রেসিডেন্ট হতে হলে ইলেক্টোরাল কলেজে ২৭০ টি ভোট পেতে হয়। গত তিন নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন পেয়েছিলেন ৩০২টি ভোট। অন্যদিকে, বর্তমান প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ভোট পেয়েছিলেন ২৩২টি।

এদিকে, জো বাইডেনের দায়িত্ব নিশ্চিত হওয়ার পর কোন প্রতিক্রিয়া জানান নি ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বারকে বরখাস্ত করেছেন। মার্কিন নির্বাচনে অনিয়ম হয়েছে দাবি করে ফলাফল পরিবর্তন করারও দাবি করেছিলেন ট্রাম্প। আর অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার এই দাবি প্রত্যাখ্যান করে বলেছিলেন, নির্বাচনে কোন অনিয়ম হয়নি।