২০২১ সালের মধ্যে ভারত থেকে মুসলিমদের মুছে ফেলার হুমকি দিল বিজেপি নেতা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

অক্টোবর ০৩ ২০১৯, ১৩:০৭

ভারত থেকে ২০২১ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে সংখ্যালঘু মুসলিম এবং খ্রিষ্টানদের মুছে ফেলা হবে বলে হুমকি দিয়েছেন দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির নেতা রাজেশ্বর সিং। সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই হুমকি দেন।

ভারতীয় সংখ্যালঘুদের ওপর প্রচণ্ড ক্ষোভ দেখিয়ে বিজেপির এই নেতা বলেন, মুসলিম এবং খ্রিষ্টানদের ভারতে থাকার কোনো অধিকার নেই। ভারতে মুসলিম এবং খ্রিষ্টানদের জন্য শেষ দিন হবে ২০২১ সালের ৩১ ডিসেম্বর। এটা শিগগিরই দৃশ্যমান হবে বলে মন্তব্য করেন তিনি।

রাজেশ্বর সিং বলেন, ভারতে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির ঘটনায় অর্থোডক্স হিন্দুরা গভীর উদ্বেগে রয়েছেন। ২০৩০ সালের মধ্যে মুসলিম জনসংখ্যা হিন্দুদের ছাড়িয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছেন তারা; ফলে হিন্দুরা সংখ্যালঘু হয়ে পড়েবেন।

তবে ভারতীয় একটি সংবাদমাধ্যম বলছে, রাজেশ্বর সিং মুসলিম ও খ্রিষ্টান জনসংখ্যা বৃদ্ধি নিয়ে এমন মন্তব্য করেছিলেন ২০১৪ সালে। ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে রাজেশ্বরের ওই মন্তব্যের ভিডিও নতুন করে শেয়ার করা হয়েছে বিতর্ক সৃষ্টির জন্য।

একুশে জার্নাল/ইএম