হেফাজতের বিরুদ্ধে সাংবাদিক ষড়যন্ত্র

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

নভেম্বর ২০ ২০২০, ১৬:৫৮

আবদুল হক: ইসলাম-বিদ্বেষী পত্র-পত্রিকার শয়তানি সীমা ছাড়িয়ে যাচ্ছে। হেফাযতের উত্থানের সময় এরা এই বলে চেঁচামেচি শুরু করেছিল যে, হেফাযতের মোড়কে মাঠে নেমেছে যুদ্ধাপরাধী জামায়াত। কিন্তু হালে পানি পায় নি। জনগণ এসব বামপন্থী ও রামপন্থী টিভি-পত্রিকার মিথ্যা কথা বিশ্বাস করে নি। অগত্যা ওরা দমে যায়।

ওরা আবার সরব হয়েছে। শুরু করেছে সেই পুরনো খেলা। এবার ওরা চরিত্র হননের চেষ্টা করছে হেফাযতের নতুন কমিটির সেইসব নেতাদের, যাঁরা ইসলাম ও মাতৃভূমি নিয়ে ওদের চক্রান্তের বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার।

মাওলানা মামুনুল হক বর্তমানে বাংলাদেশের আলিমসমাজে সবচে’ উচ্চকণ্ঠ নেতা। আমি পছন্দ করি আর না-ই করি, এটা সত্য যে, তাঁর কণ্ঠস্বরে রয়েছে লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করার ক্ষমতা। এটা ধর্মদ্রোহীদেরজন্যে অশনিসংকেত। ওরা তাই ভয় পেয়েছে। তাঁর কণ্ঠস্বর থামিয়ে দেবার চেষ্টা করছে। সেই চেষ্টারই অংশ আজকের দৈনিক সমকালের প্রতিবেদন। সূত্রহীন তথ্যহীন প্রমাণহীন কল্পনানির্ভর এ প্রতিবেদন সাংবাদিকতার নামে নির্জলা শয়তানির একটি নগ্ন দৃষ্টান্ত।