হেফাজতের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ আজ, নেতৃত্ব দেবেন আল্লামা শফী ও বাবুনগরী

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুলাই ২৪ ২০১৯, ০০:৫১

ইলিয়াস সারোয়ার:
বাংলাদেশের সর্ববৃহৎ অরাজনৈতিক ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ ‘র হাটহাজারী শাখার উদ্যোগে আজ বুধবার বিকাল ৩টায়
হাটহাজারী ডাকবাংলো চত্বরে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে ৷

হেফাজতে ইসলাম বাংলাদেশ ‘র হাটহাজারী শাখার এক কর্মকর্তার মাধ্যমে এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের উদ্দেশ্য সম্পর্কে ৪ টি দাবির কথা জানা গেছে ৷ দাবিগুলো হচ্ছে-
১। পাঠ্যপুস্তকে ডারউইনের বিবর্তনবাদ বাদ দেয়ার দাবি
২। ভারতজুড়ে মুসলমানদের উপর রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধের দাবি
৩। হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকন নিষিদ্ধের দাবি
৪৷ আমেরিকায় প্রিয়া সাহা কর্তৃক দেশ ও মুসলিমবিরোধী নালিশের দায়ে রাষ্ট্রদ্রোহী মামলার আওতায় এনে বিচারের দাবি ৷

জানা গেছে, এতে নেতৃত্ব দেবেন শায়খুল ইসলাম আল্লামা আহমদ শফী, আমীর হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং আল্লামা জুনায়েদ বাবুনগরী, মহাসচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশ ৷

গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২৪ জুলাই ২০১৯ ইং বুধবার বিকাল ৩টায় হাটহাজারী ডাকবাংলো চত্বরে অনুষ্ঠিতব্য এই কর্মসূচী বাস্তবায়নের আহ্বান জানান হেফাজতে ইসলাম বাংলাদেশ নেতৃবৃন্দ ৷