হেফাজতের খাস কমিটিতে স্থান পেলেন যারা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ০৭ ২০২১, ১৪:৪৩

হেফাজতে ইসলামের ৩৩ সদস্য বিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হলেও মূল দায়িত্ব থাকবে ৯ জনের হাতে। তারাই সব ক্ষমতার অধিকারী। নয় সদস্যের এই খাস কমিটি ‘মজলিসে শুরা’ হিসাবে বিবেচিত হবে। এই নয় নেতাই হেফাজতের মূল পরিকল্পনাকারী হিসাবে বিবেচিত হবেন।

জানা যায়, হেফাজতের নতুন ঘোষিত কমিটিতে নয় সদস্য বিশিষ্ট ‘খাস কমিটি’ গঠন করা হয়েছে। বিশাল কলেবরের কেন্দ্রীয় কমিটি হলেও সংগঠনের চূড়ান্ত সিদ্ধান্ত এই নেতারাই নেবেন।

নতুন এই খাস কমিটি তথা মজলিশে শূরার সদস্যরা হলেন- আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, আমীর আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী, আতাউল্লাহ হাফেজ্জী, মহাসচিব নূরুল ইসলাম জিহাদী, অধ্যক্ষ মিযানুর রহমান চৌধুরী (পীর, দেওনা), মাওলানা সাজেদুর রহমান (ব্রাহ্মণ-বাড়িয়া), মাওলানা মুহিব্বুল হক (সিলেট), মাওলানা আব্দুল আউয়াল (নারায়নগঞ্জ), মাওলানা মুহিউদ্দীন রব্বানী (সাভার)।

সোমবার ঢাকায় সংবাদ সম্মেলনে উপস্থিত এক কেন্দ্রীয় নেতা খাস কমিটির বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, নয় সদস্যের এই খাস কমিটি ‘মজলিসে শুরা’ হিসাবে বিবেচিত হবে। এই নয় নেতাই হেফাজতের মূল পরিকল্পনাকারী হিসাবে বিবেচিত হবেন। পাশাপাশি সংগঠনের যেকোন তাৎক্ষণিক প্রয়োজনীয় সিদ্ধান্ত তারাই গ্রহণ করবেন।।