হুসাইন আল আমিন এর দুটি কবিতা

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ১২ ২০২০, ২৩:১৯

বিষাদ সত্য
হুসাইন আল আমিন

কালিমা পড়ে দাবী কর তুমি
নিজেকে মুসলমান
দেখাতেই সালাম হ্যান্ডশেকে কি
পুরবে দ্বীন ঈমান!

মুখে বল আমি কোরান মানি
সুন্নাহর পথে চলি
অন্তরেতে লুকিয়ে রাখ
বিষাদ হিংসার থলি।

দান খয়রাতে সবার আগে
বাড়াও ত্রাণের হাত
সেল্ফি শেষে নেও ফিরিয়ে
গরিব দুঃখীর ভাত।

আচল দিয়ে মুখ ঢাকে মা
লজ্জায় বাঁচাতে প্রাণ
তারা ছিল মজবুর, প্রয়োজন
ছিল না তোমার ত্রাণ।

নিজেকে শুধাও দাতার দাতা
ফেবু ইন্সটার নেশায়
নিউজফিডে ঘুরে তোমার ছবি
লাইক কমেন্টের আশায়।

করোনায় যখন পুরো বিশ্ব
আতংকে বেশামাল
তুমি আছো চাল ডাল চুরি নিয়ে
কিভাবে পুরবে গাল।

ভোট দিয়ে তো পাস করালো
জনগণ এই দেশের
তুমি শালা তার অধিকার কেড়ে
ঘাড় দেখাও ফের কিসের।

তুমি বাছা বড় মস্ত ইঁদুর
খেলছ সাধের দাবা,
আর নয় দুরে অতি শীঘ্রই
পড়বে বিড়ালের থাবা।



ক্ষমার আশা
হুসাইন আল আমিন

খোদার যেদিন ইচ্ছা হবে
নিবেন তুলে তাহার কাছে
হায়াত মউতের নেই ঠিকানা
এই চিন্তায় কেউ কি বাঁচে!

এই দুনিয়ার চলতি পথে
পাপ করেছি হাজার শত
দুঃখ দিয়েছি সুখ নাহি তাই
অনুশোচনায় মাথা নত।

ভুলের সীমা পার করেছি
দাঁড় হয়েছি ক্ষমার আশায়
মানুষ হয়ে তা তো হবেই
তাই বলে কি ফেলবে খাঁচায়।

দুর্যোগের এই ক্রান্তিকালে
নেই আশা মোর ফের তাকাবার
মাফির ছোঁয়ায় বুলিয়ে পরশ
পারলে দিও বিদায় আমার।



লেখক: হুসাইন আল আমিন
 মোহাম্মদপুর, রামদা বাজার, বিয়ানিবাজার, সিলেট।