হুফফাজুল কুরআন ফাউন্ডেশন থেকে কারী নাজমুল হাসানের পদত্যাগ

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ২২ ২০১৯, ০১:২৮

আবির আবরার: একান্ত ব্যাক্তিগত কারণে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সকল দায়িত্ব থেকে স্বেচ্ছায় লিখিত আকারে পদত্যাগ করেছেন একাধিকবার আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কারী, বাংলাদেশ হিফজ মাদ্রাসা শিক্ষাষা বোর্ডের প্রধান কারী নাজমুল হাসান।

গতকাল ১টা ১০ মিনিটের সময় তিনি তার ফেসবুক আইডিতে একটি পোষ্টের মাধ্যমে এ তথ্য জানান। এর আগে তার পদত্যাগের বিষয়টি নিয়ে ধুম্রজাল তৈরি হয়।

এ বিষয়ে তিনি লিখেছেন- “আমি ক্বারী নাজমুল হাসান গত ২৮ জুলাই ২০১৭ তারিখে ব্যাক্তিগত কারনে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সকল দায়ীত্ব থেকে স্বেচ্ছায় লিখিত আকারে পদত্যাগ করেছি । আজও পর্যন্ত সেই পদত্যাগ বহাল আছে। অনেকেই মনে করেন আমি আবারো যোগদান করেছি আপনাদের জানার বিষয়টি সঠিক নয় আমি বর্তমানে বাংলাদেশ হিফজ মাদরাসা শিক্ষা বোর্ড নিয়ে কাজ করছি। আল্লাহ আমাদের সবার কুরআনের খেদমত কে কবুল করুন , আমিন।”