হাটহাজারীর ছাত্র আন্দোলনের সমর্থনে বিকেলে ঢাবিতে সংহতি সমাবেশ

একুশে জার্নাল

একুশে জার্নাল

সেপ্টেম্বর ১৭ ২০২০, ১৫:১৩

ইলিয়াস সারোয়ার:

চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে চলমান আন্দোলনে গতকালই সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরু।

আজ বিকেল তিনটার দিকে তিনি সংহতি সমাবেশের ডাক দিয়ে ফেসবুকে লিখেন, “চট্টগ্রামের হাটহাজারীতে কওমী মাদরাসার শিক্ষার্থীদের চলমান আন্দোলনের শান্তিপূর্ণ সমাধানে আজ বিকাল ৫ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সাধারণ শিক্ষার্থীদের একটা সংহতি সমাবেশ রয়েছে। আশপাশের ছাত্রবন্ধুরা এ সমাবেশ উপস্থিত হয়ে সত্য-ন্যায়ের পাশে দাঁড়াতে পারেন।”

গতকাল রাতে তিনি ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ সমাধান চেয়ে লিখেছিলেন, “চট্টগ্রামের হাটহাজারীতে চলমান ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ সমাধান চাই। নিরীহ মাদরাসা ছাত্রদের উপর কোন ধরনের পুলিশি হামলা হলে সারা দেশের ছাত্রদের নিয়ে উপযুক্ত জবাব দেওয়া হবে। নিজেদের রাজনৈতিক স্বার্থে ধর্মকে ইস্যু বানাবেন না। কওমী মাদরাসাগুলো নিয়ে রাজনৈতিক নোংরামি বন্ধ করুন।”