হাজারো শ্রোতার হৃদয়ে কণ্ঠশিল্পী আবু উবায়দার নতুন নাশীদ “সাদা কাফন”

একুশে জার্নাল

একুশে জার্নাল

মে ০৫ ২০১৯, ২১:৩৫

মাহমুদুল হাসান

জনপ্রিয় কণ্ঠশিল্পী আবু উবায়দা। যার কণ্ঠে নাশিদ কিম্বা কালামে ইকবাল শুনেও ভক্ত হননি এমন শ্রোতা দুর্লভ। তার মঞ্চস্থ পরিবেশনায় মুগ্ধ হাজার শ্রোতাদর্শক। শৈশব থেকেই গান,গজল, নাশীদের প্রচুর অনুশীলন করতেন। এযাবৎ বিভিন্ন ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে অনেক গেয়েছেন।

ইতিপূর্বে বেশ কয়েকটি হৃদয়কাড়া ময়াবি কন্ঠে গাওয়া নাশীদ তার নিজস্ব ইউটিউব চ্যানেল “উবায়দা প্রোডাকশনে” প্রকাশ হওয়ার পর দেশ বিদেশের দর্শক শ্রোতার আবদারে এবার নিয়মিত গাইতে শুরু করেছেন। সুর ও প্রকাশ করছেন নিজের লেখা নাশীদগুলো । গত ৩ মে (শুক্রবার) বাদ জুমা তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেল উবায়দা প্রোডাকশনে রিলিজ হয়েছে ‘সাদা কাফন’ নামক একটি চমৎকার নাশীদ।

আবছা আলো আঁধারির ভিডিওতে শিল্পীর মায়াবি কণ্ঠে দুনিয়ার মায়া ত্যাগ করে যাওয়ার কথাগুলো অসাধারণভাবে ফুটে উঠেছে। ক্ষনিকের এ দুনিয়ায় ছেড়ে যে কোন সময় চলে যেতে হবে, এজন্য সবাইকে সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকার বার্তা দিয়েছেন শিল্পী।
নাশিদটি লিখেছেন কণ্ঠশিল্পী আবু উবায়দা এবং জনপ্রিয় গীতিকার সাইফ সিরাজ৷ ভিডিও ধারনের কাজ করেছেন প্রান্তিক, এ ছাড়াও ভয়েস রেকর্ড এর কাজ করেছেন মাহফুজ আলম।

মুগ্ধকরা এ নাশিদের কয়েক লাইন লিরিক

সাদা কাফনে মোড়ালে কেন আমায়
বাঁধা দিয়েদে ওপারে তে যাওয়ার
এখনো আমার হাজার কথা বাকি
মন তো বলে আরো কিছুক্ষণ থাকি

রেখে দে আমায় তোদের স্নেহের মায়ায়
সাদা কাফনে মোড়ালে কেন আমায়
বাঁধা দিয়ে দে ওপারে তে যাওয়ার

ইচ্ছে করে মা আজ বলে ডাকি
তার মায়াবী আদর গায়ে মাখি
ঘুমোবো বাবার ওম জড়ানো গায়ে
করবো চুমু প্রিয় বাবার পায়ে
শত বেধনায় বন্ধু তোদের কাছে পেতে মনো চায়

মায়ের ডাকে ঘুম ভেঙে আজ উঠি
ভাইয়ের হাতে ধরে মাঠে ছুঠি
পুকুর জলে সাতার কেটে আমি
বোনের সাথে নতুন করে নামি
চাইনা যেতে একলা হয়ে নিরব কবরগাঁয়আজ