স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি -কে এম আবুতাহের চৌধুরী

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ২৭ ২০২১, ০৯:৪৪

স্বাধীনতার পন্চাশ বছর
পূর্ন হলো আজ ,
আনন্দে আত্মহারা জাতি
বড়ই খুশীর সাজ ।
হৃদয় পটে ভেসে ওঠে ত
বঙ্গবন্ধুর নাম ,
স্বাধীনতা আনতে যার
হাজারো সুনাম ।
শ্রদ্ধার সাথে স্মরণ করি
জিয়াউর রহমান ,ওসমানী,
মুক্তিযুদ্ধের সকল শহীদান
মাওলানা ভাসানী ।
নয়জন সেক্টর কমাণ্ডার
ছিলেন বড় বীর ,
মুক্তিযোদ্ধারা শ্রেষ্ট সন্তান
উঁচু করেছি শির ।
বঙ্গবন্ধুর চার খলিফা
রব,মাখন ,সিরাজ,
নুরে আলম সিদ্দিকী
আরেক স্বপ্নবাজ ।
মেহেরপুরের আম্র কাননের
মুজিব নগর সরকার,
জাতিকে দিয়েছে সঠিক নেতৃত্ব
সালাম জানাই বার বার ।
সৈয়দ নজরুল ,তাজ উদ্দিন
মনসুর ,কামরুজ্জামান,
ঘাতকের হাতে জীবন দিলেন
ইতিহাসে চির অম্লান ।
নয় মাসের স্বাধীনতা যুদ্ধ
করেন বীরের জাতি,
সুবর্ন জয়ন্তির মহা উৎসবে
উঠছে সবাই মাতি ।
স্বাধীনতা দিবসে সবার প্রতি
জানাই শুভেচ্ছা ,
বাংলাদেশ হোক সুখী সমৃদ্ধ
এটাই মোদের ইচ্ছা ।
হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে
গড়ে তুলি দেশ,
প্রাণের চেয়ে প্রিয় আমার
সোনার বাংলাদেশ ।
( ২৬ মার্চ ২০২১ইং ,ভোর ২টা )