স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মুসল্লি ও ছাত্র-জনতার উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে লন্ডন খেলাফত মজলিস

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ২৭ ২০২১, ০৯:৩১

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে নিরীহ মুসল্লি ও ছাত্র-জনতার উপর বর্বরোচতি হামলার তীব্র নিন্দা জ্ঞাপন, লন্ডন খেলাফত মজলিসের-

অদ্য ২৬ মার্চ ২০২১ বাংলাদেশের মহান স্বাধীনতার ৫০তম বার্ষিকী উপলক্ষে খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বক্তরা বলেন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ছিল বাংলাদেশের মানুষের জন্য আনন্দ ও গৌরবের দিন।লক্ষ্য লক্ষ্য শহীদের জীবনের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা।ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণের মধ্য দিয়েই পালিত হবে এই সুবর্ণ জয়ন্তী।

কিন্ত আজ সরকার মানুষের বাক স্বাধীনতা ও সভা সমাবেশ বন্ধ করে দেশের মানুষকে জিম্মি করে এক নিরানন্দ পরিবেশের মাধ্যমে অনুষ্ঠান করছে,এমনকি বাংলাদেশের অধিকাংশ মানুষের মতামতের বিরুদ্ধে গিয়ে ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টিকারী ,অগণিত মানুষ হত্যাকারী,মুসলমানদের পবিত্র বাবরি মসজিদ ধ্বংসকারী খসাই মুদি খ্যাত মোদীকে অথিতি করা হয়েছে ।বাংলাদেশের স্বাধীনতার মূলনীতির সাথে মোদির কার্যকলাপ সাংঘর্ষিক। এই দেশের জনগণ তাকে বরণ করার জন্য মানুষ মুঠেই প্রস্তুত নয়।

মোদীর আগমনে বাংলাদেশের শান্ত পরিবেশ অশান্ত হয়ে উঠেছে। বাংলাদেশের জনগণ শান্ত ভাবে মোদির অন্যায় আচরণের প্রতিবাদ করতে দাঁড়িয়েছে। কিন্তু ইন্ডিয়ার এজেন্টরা নিরীহ নিরঅপরাদ ছাত্র-জনতার উপর আক্রমণ করে তাদেরকে শহীদ ও আহত করা হচ্ছে। তাদের লাশ সমূহ গুম করার চেষ্টা করা হচ্ছে।
বক্তারা এই অন্যায় অত্যাচের তীব্র প্রতিবাদ জানান ও অবস্থার অবনতির জন্য সরকার ও সরকরীদল দল সম্পুর্ন দায়ী বলে অভিমত দেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম জুমের মাধ্যমে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে রাখেন লন্ডন মহানগরীর সভাপতি হাফিজ মাওলানা এনামুল হক।

শাখা সেক্রেটারী জনাব আনিসুর রহমানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য সহ সেক্টেটারি মাওলানা জাবির আহেমদ ,মাওলানা ফুজাইল আহেমদ নাজমুল ,বায়তুলমাল সম্পাদক মাওলানা শেখ রুম্মান আহমেদ ,প্রশিক্ষণ সম্পাদক মাওলানা দিলওয়ার হুসাইন ,মাওলানা হাফিজ আশারুল মাওলা, মাওলানা আব্দুল খালিক শাহেদ , হাফিজ মাওলানা বশির আহেমদ ,মাওলানা আমিরুল ইসলাম , মাওলানা শাহজাহান , মাওলানা আবুল কাশেম ,জাকিউর রহমান

সভায় আওয়ামীলীগ ও কিছু উৎখৃংখল পুলিশের হামলায় নিহত শহীদের মাগফিরাতের ও হতাহতের সুস্হতার জন্য দোয়া পরিচালনা করেন শাখা সভাপতি হাফিজ এনামুল হক।