স্কুলে এসেই যে শিক্ষার্থীরা করোনায় আক্রান্ত হয়েছে তার প্রমাণ নেই: শিক্ষা উপমন্ত্রী

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ২৪ ২০২১, ১৪:২০

স্কুলে এসেই যে শিক্ষার্থীরা করোনায় আক্রান্ত হয়েছে তার সত্যতা পাওয়া যায়নি। তবে যেসব জায়গায় শিক্ষার্থীদের করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে সেখানে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে ব্রিটিশবিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা’র আত্মাহুতি দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরীর পাহাড়তলীর ইউরোপিয়ান ক্লাবে প্রীতিলতা’র প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানো শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

এসময় উপমন্ত্রী আরও বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী বীরদের আত্মত্যাগ ও বীরত্বগাঁথা নতুন জাতীয় পাঠ্যক্রমে অন্তভূর্ক্তির জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পাঠ্যক্রমের নাগরিকত্ব বোধ এবং ইতিহাস সচেতনতাবোধের অংশে এসব অর্ন্তভূক্ত করা হবে বলেও জানান তিনি।

দিবসটি উপলক্ষে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রীতিলতা’র প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।