সুলতানা কামাল মাহি’র UCL University থেকে LLB ডিগ্রি অর্জন

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুলাই ০৯ ২০২১, ০৬:৫২

সুলতানা কামাল মাহি UCL University থেকে LLB ডিগ্রি অর্জন করেছেন। উন্নত জীবন গঠন করে মানব সেবায় আত্মনিয়োগের প্রত্যাশা-তাঁর মাতা পিতার। যুক্তরাজ্যের Uxbridge এ বসবাসকারি বাংলাদেশী বংশোদ্ভূত সুলতানা কামাল (মাহি) বৃটেনের বিখ্যাত ইউনিভার্সিটি UCL থেকে First Class পেয়ে LLB (hours) ডিগ্রি অর্জন করেছে।
তন্মধ্যে কয়েকটি বিষয়ে আশাতীত রেজাল্ট অর্জন করেছে,UK & EU Human rights low 70%. Immigration Nationality & Asylum low 82%.Criminal low 78%.Tort low 78%.EU low 72%.সব মিলিয়ে সে First Class First হয়ে বৃটেনে বাংলাদেশীদের মুখ উজ্জ্বল করেছে।ভবিষ্যতে সে একজন জজ হয়ে দেশ ও জাতির খেদমত করতে চায়, সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁর মাতা পিতা মেয়ের আগামী জীবনের কামিয়াবীর জন্য সবার দোয়া কামনা করেছেন।
পিতা জনাব আব্দুর রউফ ও মাতা রহিমা চৌধুরীর তিন সন্তানদের মধ্যে সুলতানা কামাল মাহি সবার বড়। মাহি’র ছোট সবাই বিভিন্ন কলেজ ভার্সিটিতে অধ্যয়ন রত আছেন।
তাঁদের দেশের গ্রামের ঠিকানা, বাহাড়া দুবাগ, দৌলতপুর বিশ্বনাথের সিলেটে অবস্থিত।