সুযোগসন্ধানী ব্যক্তি ও গোষ্ঠীর‌ যাঁতাকলে দিশেহারা জাতি 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ২২ ২০২০, ১৮:১৫

এম. এম আতিকুর রহমান:

লোভে পাপ আর পাপে মৃত্যু বলে একটি কথা প্রচলিত আছে। অল্প কিছু লোকের লোভে দেশ, জাতি তথা উম্মাহ চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। যা সংক্রমিত ভাইরাসের মতো ধ্বংসলীলা সৃষ্টি করে থাকে। যুগ যুগ ধরে চলমান এ প্রক্রিয়াটি আজও আমাদের বিপর্যস্ত করে চলেছে।

মানুষ প্রায় সবক্ষেত্রেই সাধারণত সবাইকে নিজের মতো করে ভাবে। সময়, স্থান, কাল ও পাত্র ভেদে সার্বিকভাবে বাস্তব উপলব্ধি করে তারা চলে না, বলে না, কাজও করে না। ভাবে না তার একটা কাজের কারণে উম্মাহর কত বড় ক্ষতি হতে পারে।

বিশেষত সুযোগ সন্ধানী ব্যক্তি-গোষ্ঠীর যাঁতাকলে জাতি আজ দিশেহারা। দেশের চলমান চিত্রে যা দৃশ্যমান।

জাতির দায়িত্বশীল বয়োবৃদ্ধ গুণীজন যখন মাজুর হয়ে যান, সেই দুর্বলতার সুযোগে অনাকাঙ্খিতভাবে সুবিধাবাদী আপনজনদের কেউ কেউ এবং সুযোগ সন্ধানী গোষ্ঠীর অপপ্রয়াসই যে কোন প্রতিষ্ঠান, সংগঠন, আন্দোলন-সংগ্রামের জন্য প্রধান সমস্যা হয়ে দাঁড়ায়। যে সমস্যা ও ক্ষতি সহজে পুরণীয় হয় না। তবে যার মাধ্যমে জাতির এমন চরম ক্ষতি হয় তাকে ইতিহাস ভুলে যায় না। হাবিল-কাবিলের ইতিহাস থেকে শুরু করে হোসাইন-ইয়াজিদের ঘটনাবলী দেখুন। কাবিল ও ইয়াজিদ জনমানুষের কাছে চির ঘৃণিত‌ই রয়ে গেছে। যুগে যুগে এমন হাজার হাজার ঘটনা দেখা গেছে। ইতিহাস তার জলন্ত সাক্ষী।

মহান আল্লাহ আমাদের সকলকেই বুঝার ও উপলব্ধি করার তৌফিক দিন। মানবীয় ভাইরাস এবং করোনা ভাইরাস থেকে মুক্তি দিন। আমীন।