সিলেট হেফাজতের বিক্ষোভ সমাবেশ: ফ্রান্সের রাষ্ট্রীয় অনাচার দেখে কোন মুসলিম দেশ নিরপেক্ষ থাকতে পারে না

একুশে জার্নাল

একুশে জার্নাল

অক্টোবর ৩০ ২০২০, ২১:৫৩

ফ্রান্সে সরকারী পৃষ্ঠপোষকতায় মহানবী সা. এর ব্যঙ্গ চিত্র প্রকাশ ও প্রদর্শনের প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসেবে সিলেট হেফজতের উদ্যোগে আজ শুক্রবার বাদ জুমুআ নগরীর সুরমা পয়েন্টে বিক্ষোভ সমাবেশে বক্তাবৃন্দ বলেছেন,’ ফ্রান্স দীর্ঘ দিন থেকে ইসলাম বিরোধী অবস্থানে নিজেকে কট্টরপন্থী হিসেবে বিশ্ববাসীর সামনে আপন কদর্য চেহারা বার বার উন্মোচিত করেছে।

সম্প্রতি ফ্রান্সের একটি স্কুল শিক্ষকের অসহিষ্ঞু ভূমিকার প্রেক্ষিতে জনৈক মুসলিম যুবকের প্রতিক্রিয়ায় গোটা ফ্রান্স জোড়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ইসলাম বিদ্বেষ ছড়ানোয় তাদের উগ্র চেহারা আবারো বিশ্ববাসী প্রত্যক্ষ করেছে। এহেন পরিস্থিতিতে শুধু মুসলমান কেন সকল মানবতাবাদী শক্তির হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। বিশ্ব শান্তির অগ্রদূত মহানবী হযরত মোহাম্মদ সা. এর অবমাননার নিন্দায় জাতিসংঘসহ বিভিন্ন দেশ সরব হয়েছে। কিন্তু আমরা দু:খের সাথে লক্ষ করছি, পাশ্চাত্যের দাসানুদাস হিসেবে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে ক্ষমতা জবর দখল করে থাকা ক্ষমতাসীনরা রহস্যজনক নিরবতা পালন করে যাচ্ছে। ওআইসিকে টুটোজগন্নাথ বানিয়ে রাখা হয়েছে। তাদেরই পথ অনুসরণ করে আমাদের সরকারও ফ্রান্সের ঘটনায় নিরপেক্ষ থাকার ঘোষণা দিয়েছেন। অথচ সারা জাতি আজ সরকারের কাছে নিন্দা জানানোর দাবী জানাচ্ছেন।ফ্রান্সের রাষ্ট্রীয় অনাচার দেখেও কোন মুসলিম দেশ নিরপেক্ষ থাকতে পারেনা। অবিলম্বে ঢাকায় ফরাসী রাষ্ট্রদূতকে তলব করে নিন্দা জানাতে হবে।’

হেফাজতে ইসলাম সিলেটের সিনিয়র সহ সভাপতি প্রিন্সিপাল শায়খ মাওলানা মজদুদ্দিন আহমদের সভাপতিত্বে ও হেফাজত নেতা মাওলানা মুখলিছুর রহমান,মাওলানা নজরুল ইসলাম ও মাওলানা ফাহাদ আমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম সিলেটের সহ সভাপতি মাওলানা খলিলুর রহমান, হাফিজ মাওলানা নূরুজ্জামান, মাওলানা সামিউর রহমান মুসা,মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী,মাওলানা শাহ মমশাদ আহমদ,অধ্যক্ষ আবদুল হান্নান,মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস, মাওলানা তাজুল ইসলাম হাসান, মাওলানা মুশফিকুর রহমান মামুন, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর আবদুর রকীব বাবলু, মাওলানা হাফিজ তাফাজ্জুল হোসেন, কবি মীম সুফিয়ান,মাওলানা শফিউল্লাহ মাসউদ, মাওলানা মুজাহিদুল ইসলাম চৌধুরী, হেফাজত নেতা আবুল হুসাইন সুফি, মুফতী বাহরুল আমীন, মাওলানা তোফায়েল আহমদ উসমানী, হাজী আব্বাস উদ্দিন জালালী, মাওলানা তাহের আবদুল্লাহ, যুব নেতা মাওলানা আবদুল্লাহ মনসুর, ছাত্র নেতা আফজাল হুসাইন কামিল ও মাওলানা লুৎফুর রহমান প্রমুখ।

সমাবেশ শেষে হাজার হাজার মুসল্লির অংশগ্রহণে এক বিরাট বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পত্রিকা পয়েন্টে গিয়ে শেষ হয়। মিছিলকারীরা ফ্রান্সের উৎপাদিত পণ্য বর্জনের ডাক দেন।

বার্তা প্রেরক
মাওলানা মুখলিছুর রহমান
প্রচার সম্পাদক
হেফাজতে ইসলাম বাংলাদেশ, সিলেট