সিলেট সিটি নির্বাচন: যাচাই বাচাই শুরু

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুলাই ০১ ২০১৮, ০৯:১১

আজ রবিবার থেকে যাচাই বাচাই শুরু হয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনের মনোয়ন। আগামীকাল সোমবার পর্যন্ত চলবে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ।
৯ জন নিয়োগপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা হিসাবে মনোয়ন যাচাই বাচাই করবেন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ জুলাই।
সিলেটে নয়জনকে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মনোনয়নপত্র বাছাইয়ের পর আপিল কর্তৃপক্ষ হিসেবে সহকারী বিভাগীয় কমিশনার দায়িত্ব পালন করবেন।
গত ২৮ জুন ছিল সিসিক নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন জমা প্রদানের শেষ দিন। এ দিনে মেয়র পদে অংশ গ্রহণের লক্ষ্যে ৯ জন, সংরক্ষিত আসনে নারী সদস্য হিসেবে ৬৩ জন ও সাধারণ কাউন্সিলর পদে ১৩৭ জন মনোনয়ন পত্র জমা দেন।
গত ২৮ জুন ছিল সিসিক নির্বাচনে প্রার্থীদের মনোয়নপত্র জমাদানের শেষ দিন।
এর আগে সংরক্ষিত আসনে মনোনয়ন সংগ্রহ করেছিলেন ৬৬ জন। এবং সাধারণ কাউন্সিলর পদে মনোনয়ন সংগ্রহ করেছিলেন ১৬৪ জন প্রার্থী।
৩০ জুলাই সিসিক নির্বাচন অনুষ্টিত হবে।
সিলেট জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. আলাউদ্দীন সিলেটভিউ২৪ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ সকাল থেকে শুরু হয়েছে বাছাই কাজ। বিকাল ৫ টা পর্যন্ত চলবে। আগামীকাল সোমবার বিকাল ৫ টায় শেষ হবে বাছাই কাজ।