সিলেটে বন্যা কবলিত পাঁচ শতাধিক মাদরাসায় বেফাকের অনুদান প্রদান

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ১৯ ২০২২, ১২:৪৭

সিলেটে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড-বেফাকের মুহতামিম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বন্যা কবলিত পাঁচ শতাধিক মাদরাসাকে এক কোটি ১৫ লাখ টাকা অনুদান দিয়েছে বেফাক।

রোববার (১৮ সেপ্টেম্বর) সিলেটের জামিয়া গহরপুরে এই মুহতামিম সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সিলেট অঞ্চলের পাঁচ শতাধিক মাদরাসার মুহতামিম বা তাদের প্রতিনিধি অংশগ্রহণ করেন।

বেফাকের সহসভাপতি হাফেজ মাওলানা মুসলেহ উদ্দীন গহরপুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি ও আল হাইয়াতুল ‍উলয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান।

বেফাক সিলেট জেলার সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসান জকিগঞ্জীর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ মেহমান হিসেবে বক্তব্য দেন বেফাকের সিনিয়র ভারপ্রাপ্ত সহসভাপতি আল্লামা সাজিদুর রহমান, সহসভাপতি মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, মুফতি ফয়জুল্লাহ, মুফতি মনসুরুল হক, ভারপ্রাপ্ত মহাসচিব মুফতি মাহফুজুল হক, মজলিসে খাসের সদস্য মুফতি নিয়ামতুল্লাহ ফরিদী।

এছাড়াও সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলা বেফাকের দায়িত্বশীলরা বক্তব্য দেন।

পরে বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা মাহমুদুল হাসানের দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।