সিলেটের প্রখ্যাত শায়খুল হাদিস ‘বাঘার হুজুর’ হাসপাতালে: সবার কাছে দোয়া কামনা

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুলাই ০৯ ২০১৯, ০৪:১২

একুশে জার্নাল সিলেট প্রতিনিধি: সিলেটের প্রখ্যাত আলেমেদ্বীন জামিয়া দারুসসুন্নাহ গলমুকাপনের সিনিয়র শায়খুল হাদিস আল্লামা হাফিজ মাসউদ আহমাদ (বাঘার হুজুর) আজ সোমবার হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে অবস্থান করছেন।

জানা যায়, প্রতিদিনের মত আজও মাদরসায় হাদীসের দারস দিয়েছেন। দারস শেষে বাড়ি ফিরার পর বেশি অসুস্থা অনুভব করেন। ক্রমান্বয়ে বাড়তে থাকায় দ্রুত সিলেটের আইডিয়াল হসপিটালে ভর্তি করানো হয়।

পারিবারিক সুত্রে জানা যায় হসপিটালে ভর্তি করানোর পর ডাক্তারের পরীক্ষায় উনার ফুসফুসে ইনফেকশন ধরা পরে। আগামীকাল মঙ্গলবার (৯জুলাই) ঢাকার কোন এক প্রাইভেট হসপিটালে নেওয়ার চিন্তাভাবনা চলছে।

দেশজুড়ে শায়খুল হাদিস হাফিজ মাসউদ আহমদ বাঘার হুজুরের অসংখ্য হাদিসের ছাত্র রয়েছেন। সিলেটের প্রখ্যাত উলামা আল্লামা গিয়াস উদ্দিন বালিয়া রহ, শায়খুল হাদিস হুসাইন আহমদ উমরপুরি রহ, শায়খুল হাদিস মুখলিসুর রহমান কিয়ামপুরি, হযরত মাওলানা নিজাম উদ্দিন রহ, হযরত মাওলানা আব্দুল আজীজ দায়ামিরী রহ, হযরত মাওলানা নূরুল ইসলাম বিশ্বনাথী,শায়খুল হাদিস আব্দুল বাসিত বরকতপুরি রহ, হযরত মাওলানা শায়খ আব্দুস শহীদ গলমুকাপনী সহ অনেক দেশ বিখ্যাত উলামা উনার ছাত্র।
৯৮বছর বয়সী আল্লামা হাফিজ মাসউদ আহমদ বাঘার হুজুর জামেয়া হুসাইনিয়া গহরপুর মাদরাসার সর্বপ্রথম নাজিমে তালিমাতের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি দুইটি মাদরাসায় হাদীসের দারস দিয়ে যাচ্ছেন। তিনি দীর্ঘ ৬৭বছর যাবৎ কোরআন হাদিসের দারস দিয়ে আসছেন।

উল্লেখ্য,বিশ্বব্যাপী জনপ্রিয় বাংলা অনলাইন নিউজ পোর্টাল ‘একুশে জার্নাল ডটকম-এর সহসম্পাদক বৃটেন প্রবাসী মুফতি মাসরুর আহমেদ বুরহান শায়খের সুযোগ্য পুত্র।

শায়খের পরিবার ও দেশ-বিদেশে ছড়িয়ে থাকা উনার ছাত্র,ভক্তবৃন্দ উনার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।