সিলেটের ঐতিহ্যবাহী দরগাহ মাদরাসা’র আল-ক্বাসিম ফুযালা পরিষদের বৈঠক অনুষ্ঠিত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

নভেম্বর ২৮ ২০২২, ০১:৫৮

সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়া ক্বাসিমুল উলূম দরগাহে হজরত শাহজালাল রহ. এর ফাজিলদের সংগঠন ‘আল ক্বাসিম ফুযালা পরিষদ’র বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

২৭ নভেম্বর (রবিবার) বাদ জুহর জামেয়ার কুতুবখানায় শায়খুল হাদিস মাওলানা সালেহ আহমদ জকিগঞ্জী’র সভাপতিত্বে জামেয়ার কর্মরত ফাযিল আসাতিযায়ে কেরামের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সর্বসম্মতিক্রমে ‘আল-ক্বাসিম ফুযালা পরিষদ’ পুনর্গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ লক্ষ্যে জামেয়ার মুহতামিম শায়খুল হাদিস মুহিব্বুল হক গাছবাড়ী ও মাওলানা সালেহ আহমদ জকিগঞ্জী’র পৃষ্টপোষকতায় একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

আহ্ববায়ক কমিটিতে জামেয়ার নায়েবে মুহতামিম হজরত মাওলানা হাফিজ আছাদ উদ্দিন রানাপিঙ্গী-কে আহ্ববায়ক ও জামেয়ার নায়েবে নাজিমে তা’লীমাত মাওলানা আবুল খায়ের বিথঙ্গলী-কে সদস্য সচিব হিসেবে নিযুক্ত করা হয়।

বৈঠকে ফুযালা পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আগামী ২ ফেব্রুয়ারি ২০২৩ ইংরেজি মোতাবেক ১০ রজব ১৪৪৪ হিজরী বৃহস্পতিবার দরগাহ মসজিদে এক সাধারণ সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।