সালিস | হুসাইন আহমদ মিসবাহ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

অক্টোবর ২৩ ২০২০, ২১:২১

হুসাইন আহমদ মিসবাহ: গ্রাম্য বিচারে অনেকেই ‘সালিস’ হন| সালিসী করেন| ফলে অনেক জটিল বিষয়ও মামলা-হামলায় না গিয়ে আপোষে নিষ্পত্তি হয়| এই গ্রাম্য বিচারেই অনেকটা স্থিতিশীল রয়েছে আমাদের গ্রামগুলো|

কিন্তু আমরা অনেকেই এই বহুল প্রসারিত ‘সালিস’ শব্দটি শুনলেও এর মর্মার্থ পুরোপুরিভাবে জানিনা| ফলে অনেকেই ‘সালিস’ ‘উকিল’ ও ‘জায’ এর মাঝে তালগুল পাকিয়ে ফেলি| তাই উকিল, জায ও সালিস নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোকপাত করছি|

উকিল

আমরা অনেকেই নিজের কথাগুলো গুছিয়ে বলতে পারিনা| প্রয়োজনীয় তথ্য-উপাথ্য, স্বাক্ষী-স্বাক্ষ, যথাযথ ভাবে উপস্থাপন করতে পারিনা| সেজন্যে আমাদের কথা, স্বাক্ষ, স্বাক্ষী, জায বা বিচারকের সামনে যথাযথ ভাবে উপস্থাপনের জন্য এই ব্যাপারে অভিজ্ঞ কাউকে সাব্যস্ত করি| তিনিই উকিল বা প্রতিনিধি| তাই উকিলের কাজ হল, তার মক্কেলের বিষয়টি যথাযথ ভাবে বিচারকের সামনে উপস্থাপন করে মক্কেলকে ন্যায় পাইয়ে দেওয়া| তাইতো দেখা যায় অনেক বিজ্ঞ ব্যক্তি বাদী বা বিবাদি হয়েও নিজের মামলা নিজেই লড়েন|

জায

জায মানে বিচারক| যিনি বাদী, বিবাদী উভয় পক্ষের কথা শুনে, স্বাক্ষ ও স্বাক্ষী যাচাই করে, ন্যায়ের পক্ষে রায় দেন| দোষীকে দোষী ও নিরপরাধকে বেকসুর ঘোষণা করেন| দোষীর দোষানুযায়ী শাস্তি বিধির ঘোষণা দেন|

সালিস

সালিস মানে মধ্যস্ত, যিনি কারোও পক্ষে নন| ‘সালিস’ আরবি শব্দ, যার বাংলা অর্থ ‘তৃতীয়’| সাধারণত বিচারে দুটি পক্ষ থাকে, প্রথম পক্ষ বাদী ও দ্বিতীয় পক্ষ বিবাদী| তাই তৃতীয় পক্ষ মানে বাদী বা বিবাদী কারোর পক্ষের নয়, বরং নিরপ্রেক্ষ| সেজন্যই নিরপ্রেক্ষদেরকে ‘সালিস’ বলে| তাইতো সালিসের কাজ বা দায়িত্ব হলো কারো প্রক্ষালম্বন না করে সুষ্ঠু সমাধানের লক্ষে বিচারের পরিবেশ করা|

তাই কেউ যদি কারো পক্ষে কথা বলেন, বা কারো পক্ষে কথা বলতে আসেন, তাহলে উনাকে সালিস বলা যাবেনা, তিনি সেই পক্ষের প্রতিনিধি, সাহায্যকারী বা উকিল| হ্যা, কারো পক্ষে কথা বলে তাকে সাহায্য করাটা দোষনীয় নয়| দোষনীয় তখন হবে, যখন প্রক্ষালম্বন করতে গিয়ে জেনে বুঝে ন্যায়কে অন্যায় কিংবা অন্যায়কে ন্যায়ে রূপান্তরিত করবেন|

এভাবে যিনি সামনের সারিতে বসে ন্যায়-অন্যায় দেখবেন, বিচার করবেন, রায় বা ফায়সালা দেবেন, উনাকেও সালিস বলা যাবেনা, তিনি জায বা বিচারক|

উপলব্দির সীমাবদ্ধতায় আমরা অনেক সময় যাকে আমাদের পক্ষে কথা বলার জন্য নিয়ে আসি, উনাকে সালিস বলি| বাস্তবে এই ব্যাপারে উনি সালিস নন বরং আমার সাহায্যকারী, প্রতিনিধি বা উকিল| আবার যাদের মাধ্যমে আমাদের বিরুধটি নিষ্পত্তি করাতে চাই, যাদের কাছে বিচার চাই, বিচারের রায় চাই, তাদেরকে অনেক সময় সালিস বলি, বাস্তবে এই ব্যাপারে তারা সালিস নন, বরং জায বা বিচারক|