সালমান খানের পাঁচ বছরের জেল

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ০৬ ২০১৮, ১৬:৩২

ভারতের রাজস্থান রাজ্যের যোধপুর আদালত বিপন্ন কৃষ্ণহরিণ হত্যার দায়ে বলিউডের অন্যতম সুপারস্টার সালমান খানকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন।
এর সঙ্গে ১০ হাজার রুপি অর্থদণ্ডও দেওয়া হয়েছে ‘টাইগার’-খ্যাত অভিনেতাকে।

প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি বলিউড তারকা সাইফ আলী খান, টাবু, সোনালি বেন্দ্রে এবং নীলমকে খালাস দিয়েছেন আদালত।
ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ি এ মামলায় সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় ছয় বছরের কারাদণ্ড।

উল্লেখ্য, ১৯৯৮ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ চলচ্চিত্রের শুটিং চলাকালে যোধপুরের কানকানি গ্রামে দুটি কৃষ্ণহরিণ হত্যার অভিযোগ উঠেছিল সালমান ও তার সহ শিল্পীদের বিরুদ্ধে।
বলিউড তারকাদের বিচার চলাকালে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।