‘সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র করছে গণকমিশন’

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মে ১২ ২০২২, ২৩:০০

জঙ্গি অর্থায়ন ও দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে কাজ করছে এমন অভিযোগ এনে ১১৬ ওয়ায়েজিনের (ধর্মীয় আলোচক) একটি তালিকা দুর্নীতি দমন কমিশনে (দুদক) জমা দিয়েছে ঘাতক দালাল নির্মূল কমিটির সমন্বয়ে গঠিত মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে ‘গণকমিশন’। ভিত্তিহীন এ অভিযোগেরতীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী।

বৃহস্পতিবার (১২ মে) এক বিবৃতিতে তিনি বলেন, যারা আলেমদের নামে মিথ্যা অভিযোগ এনেছে তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত। আমাদের জানামতে তালিকায় উল্লেখিত কোন একজন আলেম সম্পর্কেও জঙ্গিবাদ, উগ্রবাদের সাথে জড়িত থাকা বা সম্প্রীতি বিনষ্টের কোন প্রমাণ তারা দিতে পারবে না। আলেম সমাজ ওয়াজ- নছিহতের মাধ্যমে মানুষকে সুদ,ঘুষ,দুর্নিতিসহ সব ধরনের অপরাধ থেকে বিরত থাকার দাওয়াত দিয়ে থাকেন। আলেম-উলামাগণ দূর্নীতি বা দেশ বিরোধী কোন কাজ জড়িত থাকতে পারে না।

তিনি আরো বলেন, ইসলাম আলেম-ওলামাদের নাম শুনলেই যাদের গাত্রদাহ শুরু হয়ে যায় এই শ্রেণীর নাস্তিকরাই কেবল সর্বজন শ্রদ্ধেয় আলেমদের বিরুদ্ধে দুদকে এ ধরনের মিথ্যা অভিযোগ করতে পারে। সরকারের উচিত শান্তিপূর্ণ পরিবেশকে ঘোলাটে করে যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করা। ঘাতক দালাল নির্মূল কমিটি ও একটি ইসলামবিদ্বেষী চক্র সবসময়ই ইসলাম ও আলেম ওলামাদের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচার চালিয়ে মুসলমানদেরকে উত্তেজিত করতে চায়। তাদের এই ষড়যন্ত্রকে সফল হতে দেওয়া হবে না।