সামাজিক সংগঠন হৃদয়ে বাঘাইছড়ি’র কার্যকরী পরিষদ গঠন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ২৯ ২০১৯, ১৭:৫১

ইমাম হোসাইন কুতুবী

সামাজিক সেবামূলক ও অরাজনৈতিক সংগঠন “হৃদয়ে বাঘাইছড়ি” এর ২০১৯-২০২১ সালের কার্যকরী পরিষদ গঠন করা হয়।

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটস্থ এক রেস্তোরাঁয় হৃদয়ে বাঘাইছড়ির নির্বাহী সদস্য মোঃ ইমরান হোসেন জুমান এর সঞ্চালনায় ২০১৯-২১ সালের কার্যকরী পরিষদ গঠন লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও হৃদয়ে বাঘাইছড়ির প্রধান সমন্বয়ক জনাব জুয়েল দেব। সভায় কার্যকরী পরিষদ গঠন ও ভবিষ্যত কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রকৌশলী মাহমুদুল হাসান সোহাগ।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ির বিশিষ্ট কবি ও সাহিত্যিক জনাব হ ম আজাদ, সামাজিক সংগঠন প্রিয় চট্রগ্রাম এর প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সংগঠক জনাব মুহাম্মদ মেহেবুব আলী, স্বপ্নবুনন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব নুর তালুকদার মুন্না সহ হৃদয়ে বাঘাইছড়ির বিভিন্ন ইউনিট এর যুগ্ম-আহবায়ক,সদস্য সচিব সহ অন্যান্য সদস্যবৃন্দ। আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম ইউনিট এর যুগ্ম-আহবায়ক মোঃ নজরুল ইসলাম, মোঃ আব্দুর রহমান, রাঙ্গামাটি ইউনিট এর যুগ্ম-আহবায়ক হালিমা আক্তার, প্রবাসী ইউনিটের সদস্য মোঃ মফিজুর রহমান, সদস্য আসিফ নুর শান্ত সহ আরো অনেকেই।

আলোচনা শেষে ২০১৯-২১ইং কার্যকরী পরিষদের ঘোষণা করেন জুয়েল দেব।

কার্যকরী পরিষদে প্রধান সমন্বয়ক- জুয়েল দেব,প্রতিষ্ঠাতা ও সভাপতি- মাহমুদুল হাসান সোহাগ, সিনিয়র সহ-সভাপতি- মোঃ নজরুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল গফুর সুবেল, সাধারণ সম্পাদক- পিয়াল দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক- আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক- মোঃ দেলোয়ার হোসেন,যুগ্ম সাংগঠনিক সম্পাদক- মোঃ নাজমুল হাসান, অর্থ সম্পাদক- আব্দুজ জাহের, যুগ্ম অর্থ সম্পাদক- মোঃ জাহেদুল ইসলাম, দপ্তর সম্পাদক- মোঃ সালাউদ্দিন শাহীন,প্রচার ও প্রকাশনা সম্পাদক- ওমর ফারুক সুমন, আআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক- মোঃ মফিজুর রহমান, শিক্ষা সম্পাদক- এম এইচ রহমান সুমন, যুগ্ম শিক্ষা সম্পাদক- জয়া দে, সমাজ সেবা সম্পাদক- আকলিমা আক্তার, মহিলা বিষয়ক সম্পাদক- জাকিয়া জেসমিন। প্রত্যেক ইউনিট এর সভাপতি ও সাধারণ সম্পাদকগণ পদাধিকার বলে কার্যকরী সদস্য হিসেবে মনোনীত হবেন।

উপস্থিত কার্যকরী পরিষদ এর সদস্যদের শপথনামা পাঠ করান কবি ও সাহিত্যিক হ ম আজাদ।