সামাজিক দুরত্ব মানলেন না দুই মন্ত্রীসহ চার এমপি

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ৩০ ২০২০, ০৮:১৩

একুশে জার্নাল ডেস্ক :
বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করার সরকারি নির্দেশনা সত্ত্বেও সুনামগঞ্জের হাওরাঞ্চলে সরকারি সফরে এসে সামাজিক দূরত্ব বজায় রাখেননি দুজন মন্ত্রী ও চারজন সাংসদসহ উপস্থিত কেউই।বুধবার সুনামগঞ্জে আনুষ্ঠানিক সফরে আসেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এবং পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সাংসদ এমএ মান্নান।এ সময় অভ্যন্তরীণ ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, কম্বাইন হারভেস্টার হস্তান্তর, ধান কাটায় অংশগ্রহণ ও পর্যবেক্ষণসহ নানা কার্যক্রমে অংশগ্রহণ করেন এই দুই মন্ত্রী আর এ সবকটি কার্যক্রমেই নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখা হয়নি। মন্ত্রীদ্বয়, সুনামগঞ্জের চার সাংসদ, সরকারি কর্মকর্তা-কর্মচারীরাসহ উপস্থিতিদের অধিকাংশই গাদাগাদি করে দাঁড়িয়েছিলেন।

মন্ত্রীদ্বয় ছাড়াও এসকল কার্যক্রমে সার্বক্ষণিকভাবে সাথে ছিলেন ৪ জন স্থানীয় সংসদ সদস্য—মুহিবুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন রতন, পীর ফজলুর রহমান মিসবাহ ও শামীমা আক্তার খান এবং কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাসানুজ্জামান কল্লোল, বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মিজানুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।কোভিড-১৯ মহামারী পরিস্থিতিতে সংক্রমণ মোকাবেলা ও বিস্তার রোধে গত ২৯ মার্চ থেকেই সাধারণ ছুটি চলছে দেশে আর জনগণের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে দেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়াও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।তবে কাঁচাবাজার, ব্যাংক, ত্রাণ ও ওএমএস এর লাইন, চালু থাকা শিল্পকারখানা, কৃষিক্ষেত্র, চা-বাগান, এমনকি গ্রামাঞ্চলেও নিশ্চিত করা যাচ্ছে না সামাজিক দূরত্ব।