সব দাবি মেনে নিল শূরা কমিটি: মুহতামিম পদ থেকে অব্যাহতি নিলেন আল্লামা শফী

একুশে জার্নাল

একুশে জার্নাল

সেপ্টেম্বর ১৭ ২০২০, ২৩:১০

চট্টগ্রামের হাটহাজারী মাদরাসার আন্দোলনকারী ছাত্রদের দাবির মুখে মাদ্রাসারটির মজলিসে শূরা তাদের সকল দাবি মেনে নিয়েছে। আল্লামা আহমদ শফী সজ্ঞানে মুহতামিম পদ থেকে অব্যাহতি নিলে শূরা কমিটি তাকে সদরে মুহতামিম পদে আবার নিয়োগ প্রদান করেন।

আজ (বৃহস্পতিবার) রাত দশটার পর শূরা কমিটি এসব সিদ্ধান্ত নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে মাইকে সিদ্ধান্তসমূহের ঘোষণাপত্র পাঠ করেন।

হাটহাজারী মাদরাসার মজলিসে শূরার সিদ্ধান্ত সমূহ:

১.আল্লামা আহমদ শফি মুহতামিম পদ থেকে অব্যাহতি নিয়ে মাদরাসার এন্তেজামের দায়িত্ব মজলিসে শূরার হাতে অর্পণ।

২ আল্লামা আহমদ শফি উপদেষ্টা হিসেবে থাকবেন।

৩.বিতর্কিত উস্তাদ মাওলানা নূরুল ইসলাম জাদিদ স্থায়ী বহিষ্কার।

গতকালের সিদ্ধান্তসমূহ বহাল;
৪. মাওলানা আনাস মাদানী স্থায়ী বহিস্কার
৫. মাদরাসার কোন ছাত্রকে হয়রানী করা হবে না।

নতুন মুহতামিম নিয়োগ বিষয়ে শূরা কমিটি সিদ্বান্ত নিবে।

এসব সিদ্ধান্ত আন্দোলনকারী ছাত্ররা সর্বসম্মতিক্রমে মেনে নিয়ে আন্দোলন প্রত্যাহার করে নিতে রাজি হন এবং আগামীকাল থেকে ক্লাসে ফিরে যাওয়ার ঘোষণা দেন।