সন্ত্রাসী হামলায় গুরুতর আহত আলোকিত মানিকছড়ির দফতর সম্পাদক মাওলানা সুলতান

একুশে জার্নাল

একুশে জার্নাল

জানুয়ারি ২৩ ২০২১, ১৪:০৯

কাজী শহিদুল্লাহ ওয়াহেদ: পার্বত্যজেলা খাগড়াছড়ির মানিকছড়ি বাজার ও মহামুনি সংযোগ সড়কের ব্রিজ এলাকায় ভয়ংকর সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন আলোকিত মানিকছড়ি জনকল্যাণ সংস্থার দফতর সম্পাদক ও মহামুনিস্থ দারুুন নাজাত মাদ্রাসার পরিচালক মাওলানা সুলতান আহমদ।

জানা যায়, গতকাল (২২ জানুয়ারি) শুক্রবার রাত অনুমানিক ১১টার সময় মহামুনিস্থ দারুন নাজাত মাদ্রাসায় যাওয়ার পথে ব্রিজের কাছাকাছি পৌঁছালে সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের ভয়ংকর হামলার শিকার হন মাওলানা সুলতান আহমদ। এসময় ডাকাত দল দুই দফায় হামলা করে এবং ধারালো অস্ত্রের আঘাঁতে ও চেতনানাশক ঔষধের মাধ্যমে গুরুতর আহত অবস্থায় ব্রিজের নিচে ফেলে চলে যায় এবং সাথে থাকা টাকা পয়সা মোবাইলসহ গুরত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে যায়।

কওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ মানিকছড়ি উপজেলা ও আলোকিত মানিকছড়ি জনকল্যাণ সংস্থার নেতৃবৃন্দ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে মাওলানা সুলতানের উপর হামলার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনা এবং উপজেলা সদরের গুরুত্বপূর্ণ এই জায়গায় নিরাপত্তা জোরদার করারও দাবি জানান।