শ্রীমঙ্গলে করোনা পজেটিভ রোগীর মৃত্যু: দাফন-কাফনে ইকরামুল মুসলিমীন

একুশে জার্নাল

একুশে জার্নাল

আগস্ট ০৩ ২০২০, ২১:০২

এম. এম আতিকুর রহমান: শ্রীমঙ্গল পৌরসভার ৮ নং ওয়ার্ডের মিশন রোডের রফিকুর রশীদ চৌধুরী (৬৫), করোনা পজেটিভ নিয়ে গতরাত ২.১৫ মিনিটের সময়, সিলেট শামসুদ্দিন হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি মিশন রোডের আব্দুল দাইয়ান চৌধুরী (টুনু চৌধুরী) এর বড় ভাই।

ইকরামুল মুসলিমীন মৌলভীবাজার এর সভাপতি মাওলানা এহসানুল হক জাকারিয়া জানান-মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম এবং মৃতব্যক্তির আত্মীয়রা, ইকরামুল মুসলিমীন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মাওঃ এম এ রহীম নোমানীর সাথে যোগাযোগ করলে, তিনি জেলা সভাপতিকে জানান। আমরা কবর খননের ব্যবস্থা করি, কবর খনন করেন ইকরামুল মুসলিমীন মৌলভীবাজারের কবর খননের টিম প্রধান জনাব হারুন মিয়া এবং তার সদস্যগণ।

রাত ৩ টা থেকে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম সাহেব এবং শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ কর্মকর্তা সাজ্জাদ হোসেন চৌধুরী আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন। সকাল ৯ ঘটিকার সময় জানাযার নামাজ অনুষ্ঠিত হয়, জানাযার নামাজের ইমামতি করেন, ইকরামুল মুসলিমীন মৌলভীবাজারের সভাপতি মাওঃ এহসানুল হক জাকারিয়া।

দাফন-কাফনে অংশগ্রহণ করেন ইকরামুল মুসলিমীন মৌলভীবাজারের সভাপতি মাওঃ এহসানুল হক জাকারিয়া, শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাওঃ এম এ রহীম নোমানী সাধারণ সম্পাদক মাওলানা জুনাইদ আহমদ জুনেদ, সদস্য হাফেজ মাওলানা হেলাল বিন আব্দুল মালেক, হারুন মিয়া, মাওলানা নাঈমুল ইসলাম হেলাল, হাফেজ আব্দুর রাজ্জাক।

এটা ইকরামুল মুসলিমীনে মৌলভীবাজারের ১৭নং দাফন-কাফন। এর আগে মৌলভীবাজার সদর উপজেলায় ৬টি, শ্রীমঙ্গল উপজেলায় আজসহ ৭টি, জুড়ীতে ২টি, বড়লেখায় ১ টি, এবং কুলাউড়া উপজেলায় ১ টি সহ মোট ১৭ টি দাফন-কাফনে অংশগ্রহণ করে।