শীতের আমেজ। এইচ. এম. আহমদ উল্লাহ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জানুয়ারি ১০ ২০১৯, ১৪:৫৯

জানো কি ভাই আমার এ দেশ ছয়টি ঋতুর দেশ,
সবুজ শ্যামল চারিদিকে দেখতে লাগে বেশ।

নানান সময় নানান রঙে মোদের এ দেশ সাজে,
ধনী গরীব নেই ভেদাভেদ লাল-সবুজের মাঝে।
ছয় ঋতুতে সাজে এ দেশ দেখে জুড়ায় প্রাণ,

সৃষ্টিরা সব নিজের ভাষায় গাহে প্রভুর গান।
একেক ঋতুর একেক আমেজ ভিন্নরূপে শীত,
সাঝ সকালে মধুর কন্ঠে পাখিরা গায় গীত।

শীত সকালে মায়ের হাতে ভাপাপিঠার স্বাদ,
লাগে ভালো কম্বল মোড়ে যাপন করতে রাত।
কৃষক হাসে মিষ্টি মুখে গোলা ভরা ধান,

কৃষাণীর মুখ কষ্টে ভরা তবুও খুশি প্রাণ।
শীত প্রারম্ভে পুকুর ডোবায় শুকিয়ে যায় পানি,
গাছের পাতা যায় ঝরিয়ে রূপ হয়ে যায় গ্লানি।
শীত দুপুরে খেলার মাঠে খেলছে সবাই খেলা,

ঐযে দেখো বসছে গ্রামে রোদ পোহানোর মেলা।
শেষ বিকেলে চাঁদ হাসে ভাই বাঁশবাগনের কোণে,

এই হলো ভাই শীতের আমেজ ভোগ করি সবজনে।