শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফির ইন্তেকালে বাংলাদেশী মুসলিমস ইউকের শোক প্রকাশ 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ২০ ২০২০, ১৮:১৯

জাতি ও আলেম সমাজ একজন অভিবাবক কে হারিয়েছে: বাংলাদেশী মুসলিমস ইউকের নেতৃবৃন্দ

শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি সাহেবের ইন্তেকালে বাংলাদেশী মুসলিমস ইউ কের সভাপতি মাওলানা এ কে এম সিরাজুল ইসলাম ও সেক্রেটারী মাওলানা শাহ মিজানুল হক, মজলিসে কিয়াদত ও মজলিসে আমেলার সদস্য সর্ব জনাব, শেখ হাফিজ আবু সাঈদ, হাফিজ মাওলানা শামছুল হক, শেখ মাওলানা জমসেদ আলী, শেখ আব্দুল কাইয়ুম,শেখ এ কে এম মাওদুদ হাছান, শেখ মুমিনুল ইসলাম ফারুকী, মাওলানা আব্দুল কাদির সালেহ,মুফতী সদর উদ্দীন, মাওলানা শোয়াইব আহমদ, শেখ ইমদাদুর রাহমান মাদানী, হাফিজ মাওলানা শফিকুর রাহমান, মাওলানা জিল্লুর রাহমান চৌধুরী, মাওলানা সাদিকুর রাহমান,মাওলানা রেজাউল করীম, মাওলানা আবুল হোসেন খান, মাওলানা আবুল হাসানাত চৌধুরী,মাওলানা তায়ীদুল ইসলাম, মাওলানা এফ কে এম শাহজাহান প্রমুখ এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন, এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোক বানীতে নেতৃবৃন্দ বলেন, শায়খুল ইসলাম আল্লামা আহমদ শফি ছিলেন বর্তমান সমসাময়িক বাংলাদেশের এক অনন্য প্রবীণ বয়োজ্যেষ্ঠ আলেমে দ্বীন । জীবনের দীর্ঘদিন তিনি ইলমে দ্বীনের এক অনন্য আদর্শ প্রতিষ্ঠান মঈনুল ইসলাম হাটহাজারী কাওমী মাদ্রাসার নেতৃত্ব দিয়েছেন । বাংলাদেশের অসংখ্য আলেমে দ্বীন তাঁর ছাত্র, যাঁরা দেশ বিদেশে ইসলামের দাওয়াত , তালিম, খেদমত এবং নেতৃত্ব আন্জাম দিচ্ছেন। তাঁর ছাত্র, অনুসারী ও পরিবারসহ আমরা সকলে আজ গভীর ভাবে শোকাহত । বয়োজ্যেষ্ঠ রাহবার এই আলেমে দ্বীনের ইন্তকালের পর এ স্হান কিভাবে পূরণ হবে তা আল্লাহই ভালো জানেন । নেতৃবৃন্দ স্মরণ করেন, এক দশকেরও বেশী সময় আগে দেশে গড়ে ওঠা ইসলাম বিদ্বেষীদের চরম ধৃষ্টতা সরকারি মদদে যখন পাকাপোক্ত হয়ে শাহবাগ চত্বরে দেশকে এক অস্বস্তিকর পরিবেশে নিয়ে যায় তখন ইসলাম ও এর হেফাজতের আওয়াজ বুলন্দ করার এক সাহসী সিপাহসালার আল্লামা আহমদ শফি। তাঁর এ সাহসী ভূমিকা ও উলামাদের একত্রিত করণ, ১৩ দফা দাবি সহ মনোবল তৈরী এবং আন্দোলন সৃষ্টি , অতঃপর ঐতিহাসিক শাপলা চত্বরের প্রতিবাদী জমায়েত, ইসলামী শক্তির সকল ঘরের ” প্রেরণার উৎস ” হিসেবে ইতিহাস হয়ে জাতির কাছে স্মরণীয় হয়ে আছে। আল্লাহ মরহুমের সকল জুদ্ব – জাহদ ও খেদমতকে কবুল করুন । অনুসারীদের তাঁর পদাংক অনুযায়ী জাজবা ও একাগ্র আমলের তাওফিক দান করুন । নেতৃবৃন্দ আল্লাহ দরবারে মরহুমের মাগফেরাত কামনা করে জন্নাতের সর্বোচ্চ মাকাম কামনা করেন।