শহিদ জিয়ার ৪০তম শাহাদাত বার্ষিকীতে সিলেট ছাত্রদলের নানা কর্মসূচি পালন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মে ৩১ ২০২১, ২৩:১৯

নানা কর্মসূচীর মধ্য দিয়ে স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’এর শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী পালন করেছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল।

৩১ মে (সোমবার) বাদ আসর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দরগাহে হযরত শাহজালাল (রহ.) মসজিদ প্রাঙ্গনে দলের প্রতিষ্ঠাতা শহিদ জিয়ার মাগফেরাত ও বেগম জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে জেলা ও মহানগর ছাত্রদল

পরে নগরীর রায়নগরস্থ সরকারি শিশু পরিবার (বালিকা) এতিম শিশুদের মাঝে প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

এতে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম, জেলা ও মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল হাসিব,সুহেদুল ইসলাম সুহেদ, মজনুর রহমান, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক হোসাইন আহমদ, সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, জেলা ও মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ছদরুল ইসলাম লোকমান, আব্দুল মুনতাসির চৌধুরী সাব্বিহ, তানিমুল ইসলাম তানিম, আফজল হোসেম খায়রুল ইসলাম দুয়েল, সজিবুর রহমান, রফিক আহমদ,জামাল আহমদ, জাবেদ আহমদ, রুবেল আহমদ শান্ত, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জীবন, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহমদ,দক্ষিন সুরমা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক, জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক খালেদুর রহমান সানী, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ মিনহাজ, শাহিন মিয়া,মহানগর ছাত্রদলের ১ম সহ-সাংগঠনিক সম্পাদক মেহেরাজ ভুইয়া পলাশ, সহ-দপ্তর সম্পাদক জয়নাল আবেদিন রাহেল,জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক ওলিউর রহমান সায়েম,সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক সদস্য আহমদ আলী মুন্না, জেলা ছাত্রদলের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক হোসাইন আহমদ,জেলা ছাত্রদলের আপ্যায়ন বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম, গণশিক্ষা বিষয়ক সম্পাদক লায়েক আহমদ, মহানগর ছাত্রদলের গণসংযোগ বিষয়ক সম্পাদক সৈয়দ আবুল ওয়াকিব নাঈম,জেলা ছাত্রদলের সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিফতাউল ইসলাম রাশেদ, ৭নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, মনির আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের আহবায়ক সদস্য জহির আহমদ প্রমূখ।